Loading...
The Financial Express

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়

| Updated: September 13, 2022 11:55:53


আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ছুটির দিনে খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করতে ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটপ্রতিষ্ঠা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই ইউনিটের মাধ্যমে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি পেতে সহযোগিতা করা হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগযোগ্য করে গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই ইউনিট গঠন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ, অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী মানবসম্পদে পরিণত করতে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দিতেও কাজ করবে নতুন এই ইউনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রতিষ্ঠিত এই কেন্দ্রে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. রেজাউল কবিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

Share if you like

Filter By Topic