অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে তৃতীয়বারের মতো সঞ্চালকের ভূমিকায় আসছেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন তারকা জিমি কিমেল।
আগামী মার্চে অস্কারের ৯৫তম আসরের উপস্থাপক হিসেবে ইতোমধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে সিএনএন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোমবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগামী আসরের সঞ্চালক হিসেবে জিমি কিমেলের নাম ঘোষণা করে।
এর আগে ২০১৭ ও ২০১৮ সালে অস্কারের দুটি আসরে উপস্থাপনা করেছিলেন জিমি কিমেল। এক বিবৃতিতে রসিকতা করে তিনি বলেছেন, তৃতীয়বারের মত অস্কারের সঞ্চালক হওয়ার ডাক পাওয়া হয়ত বিরাট এক সম্মান, কিংবা এক ফাঁদ।
“যাই হোক, সবাই ‘না’ বলে দেওয়ার পর এত তাড়াতাড়ি আমাকে এই দায়িত্বের প্রস্তাব দেওয়ার জন্য অ্যাকাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।“
২০১৮ সালে জিমি কিমেল উপস্থাপনা করার পর তিন বছর অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনো সঞ্চালক ছিল না। এর মধ্যে অস্কারের রেটিং আর দর্শক কমতে থাকায় আয়োজকদের দুশ্চিন্তাও বাড়তে থাকে।
চলতি বছরের আস্কার আসরে আবারও উপস্থাপক ফিরিয়ে আনা হয়। সেই দায়িত্ব পান অ্যামি শুমার, ওয়ান্ডা সাইকস এবং রেজিনা হল।
কিন্তু গত মার্চের ওই আসর স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠান মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের নজিরবিহীন চড়ের কারণে।
হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার অনুষ্ঠান হবে আগামী বছরের ১২ মার্চ। এবিসি নেটওয়ার্ক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
এবারের অস্কারের দুই প্রযোজক গ্লেন ওয়েইজ এবং রিকি কির্শনার এক যৌথ বিবৃতিতে বলেন, “অস্কারের বিশ্বমঞ্চে জিমি কিমেল হ্যাটট্রিক করবে, আমরা রোমাঞ্চিত। আমরা নিশ্চিত, পুরো আসরজুড়ে তিনি সবাইকে মাতিয়ে রাখবেন।“
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এর সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং এক যৌথ বিবৃতিতে বলেন, “৯৫তম অস্কারে অসাধারণ সব শিল্পী এবং চলচ্চিত্রকে স্বীকৃতি জানাতে আমাদের সহযোগিতা করতে জিমি কিমেল একজন মানানসই সঞ্চালক। সিনেমার প্রতি তার ভালোবাসা, টেলিভিশনে কাজ করার দক্ষতা এবং বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের সঙ্গে আমাদের সংযোগ তৈরি করে দেওয়ার ক্ষমতা ও সামর্থ্য তার আছে, সেটা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে পারে।“
এবিসি এন্টারটেইনমেন্ট ও ডিজনি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হুলু’র সভাপতি ক্রেগ এরউইচ বলেন, “জিমি কিমেলকে অস্কার সঞ্চালনায় ফিরিয়ে আনার স্বপ্ন সত্যি হওয়া কম কথা নয়। আমরা প্রতি রাতে তার টক শো দেখি। তিনি মন খুলে এবং রসিকতার মোড়কে যে কোনো কিছু পরিচালনায় পারদর্শী। আমরা নিশ্চিত, অস্কারে তিনি তার চেনা ঢঙে হাসি আনন্দ উদযাপনের মুহূর্ত এনে দিতে পারেন।“
৫৫ বছর বয়সী টক শো হোস্ট জিমি কিমেল লেখক ও প্রযোজক হিসেবেও পরিচিত। এবিসি নেটওয়ার্কে তিনি এখন ‘জিমি কিমেল লাইভ’ শোর সঞ্চালনা করছেন। তিনিই এ অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক।