ভারত জানিয়েছে, তাদের বাহিনীগুলো সীমান্তের একটি বিরোধপূর্ণ এলাকায় চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এক বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এ দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। ২০২০ সালে সীমান্তে বড় ধরনের এক সংঘর্ষে অন্তত ২৪ সেনা নিহত হওয়ার পর থেকে দেশ দুটি উত্তেজনা নিরসনে কাজ করে আসছিল।
কিন্তু সোমবার ভারতীয় সেনাবাহিনী জানায়, গত শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার পর অল্প কিছু সেনা সামান্য জখম হয়েছে।
এই সংঘর্ষের বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি বলে জানিয়েছে বিবিসি। কিন্তু বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সূত্রগুলো তাদের অন্তত ছয় সেনা আহত হয়েছে বলে জানিয়েছে।
“তাৎক্ষণিকভাবে উভয় পক্ষ ওই এলাকা থেকে সরে যায়,” বলেছে ভারতীয় সেনাবাহিনী।
তারা আরও জানায়, ঘটনার পরপরই ‘শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে’ উভয়পক্ষের কমান্ডাররা বৈঠকে করেন।
চীন ও ভারতের মধ্যে ৩৪৪০ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত আছে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামের এই সীমান্ত দুর্বলভাবে চিহ্নিত করা। পার্বত্য অঞ্চলের বহু নদী, হ্রদ ও তুষার আবৃত পর্বতের কারণে এই ‘লাইন’ অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। তখন অনেক পয়েন্টেই বিশ্বের দুই বৃহত্তম সেনাবাহিনীর সেনারা মুখোমুখি দাঁড়িয়ে যায়।
উত্তেজনার পারদ চড়তে চড়তে কখনো কখনো ছোটখাট খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ২০২০ সালে লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় এ ধরনের সমস্যা থেকে উভয়পক্ষের মধ্যে বড় একটি লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে ভারতে ২০ সেনা ও চীনের অন্তত চার জন সেনা নিহত হয়।
তারপর থেকে উভয়পক্ষ উত্তেজনা নিরসনের চেষ্টা করে গেলেও ২০২১ সালে জানুয়ারিতে সিকিম সীমান্তে আরেক সংঘর্ষের ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়।