অনুষ্ঠিত হল নবম কালার বাজেরিগার প্রদর্শনী


এফই অনলাইন ডেস্ক | Published: October 30, 2022 15:34:13 | Updated: October 30, 2022 19:05:26


অনুষ্ঠিত হল নবম কালার বাজেরিগার প্রদর্শনী

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত চিল্ড্রেনস পার্কে 'বাজেরিগার সোসাইটি অফ বাংলাদেশ’ এর আয়োজনে দিনব্যাপী বাজেরিগার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  এটি ছিল তাদের নবম আয়োজন। এছাড়াও দর্শনার্থীদের জন্য একুরিয়াম ফিস ও বিদেশী খরগোশ প্রদর্শনীর ব্যবস্থা ছিল উক্ত এ আয়োজনে। খবর প্রেস বিজ্ঞপ্তির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন।

বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত অতিথিবৃন্দের পাশাপাশি নানা বয়সের পশুপাখিপ্রেমী মানুষের উপস্থিতি আয়োজনে যোগ করে এক ভিন্ন মাত্রা।

বাজেরিগার সোসাইটি অফ বাংলাদেশ প্রতিষ্ঠাকাল থেকেই উদীয়মান তরুণ ও যুবসমাজকে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপসংস্কৃতি হতে দূরে রাখার প্রয়াসে পাখি পালনে উৎসাহিত করে আসছে। খাঁচার পাখিপালন দেশের যুবসমাজের জন্য সুস্থ বিনোদনের মাধ্যম হওয়ার পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ভুমিকা রেখে আসছে।

বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে অর্থনীতিতে বিশেষ অবদান রাখার ক্ষেত্রে খাঁচার পাখি রপ্তানি একটি সম্ভাবনাময় খাত হিসেবে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Share if you like