১৩ বছর পর ফাইনালে পাকিস্তান


FE Team | Published: November 09, 2022 18:12:38 | Updated: November 10, 2022 10:55:38


১৩ বছর পর ফাইনালে পাকিস্তান

চোট কাটিয়ে ফেরার পর থেকে সেরা ছন্দ খুঁজে ফেরা শাহিন শাহ আফ্রিদি বল হাতে আলো ছড়ালেন। ব্যাটিংয়ে জয়ের পথ সহজ করে দিলেন রান খরায় ভুগতে থাকা অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার ফাইনালে উঠল পাকিস্তান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫২ রান করেছিল কিউইরা। জবাবে বাবর-রিজওয়ানের জোড়া ফিফটিতে সহজেই ফাইনালের টিকেট কাটল পাকিস্তান।

এবারের আগে ২০০৭ ও ২০০৯ আসরে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছে পাকিস্তান। ২০০৭ সালের আসরে নিউ জিল্যান্ডকে হারিয়েই ফাইনালের টিকেট পেয়েছিল দলটি। পরেরবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

এর আগে প্রথম দল হিসেবে তিনবার ফাইনাল খেলার কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা; ২০০৯, ২০১২ ও ২০১৪ সালের আসরে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like