Loading...

১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপি এখন চাইছে কমলাপুর স্টেডিয়াম

| Updated: December 09, 2022 14:23:42


কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম। ফাইল ছবি কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম। ফাইল ছবি

নয়া পল্টন থেকে সরতে রাজি হয়েছে বিএনপি; ১০ ডিসেম্বর সমাবেশের জন্য এখন কমলাপুর স্টেডিয়াম চাইছে দলটি।

পুলিশ তাদের মিরপুর বাংলা কলেজ মাঠে সমাবেশটি করার প্রস্তাব দিয়েছে। তবে বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সেই মাঠটিও দেখে আসবে।

গত দুদিনের রাজনৈতিক উত্তাপের পর বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে তার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে সমাবেশের নতুন স্থান দুটি আলোচনায় আসে।

বৈঠক শেষে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবেন তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কোথায়- জানতে চাইলে তিনি বলেন, “আলোচনায় অনেক স্থানের নাম পুলিশের ও আমাদের পক্ষ থেকে উঠেছে।

“সবশেষে আমাদের পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের স্থান চাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে মিরপুর বাংলা কলেজের মাঠের কথা প্রস্তাব করা হয়েছে।”

তাহলে কোথায় হবে- জানতে চাইলে বুলু বলেন, এখন বিএনপির প্রতিনিধি দল দুটি স্থান পরিদর্শন করবে এবং কোন মাঠ পছন্দ হয়েছে, তা জানাবে।

সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়া পল্টন দুটোর কোথাও সমাবেশ হচ্ছে না জানিয়ে বুলু বলেন, “নয়া পল্টনে পুলিশ সমাবেশ করতে দেবে না, আর বিএনপিও সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না।”

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুণ অর রশীদ সাংবাদিকদের বলেন, “একটি সমঝোতায় এসেছে। আমরা মিরপুর বাংলা কলেজ মাঠের কথা বলেছি, আর উনারা (বিএনপি) কমলাপুর স্টেডিয়াম।

“শুক্রবার সকালে পুলিশ দুটি মাঠ পরিদর্শন করবে এবং সিদ্ধান্ত জানানো হবে।”

বুলু জানান, বুধবার কার্যালয় থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

নয়া পল্টনের বিএনপি কার্যালয় এখন খুলে দেওয়ার আশ্বাসও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দিয়েছেন বলে জানান তিনি।

বিএনপির প্রতিনিধি দলে বুলুর সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।

Share if you like

Filter By Topic