Loading...

হার্স্টের ৫৬ বছর পর এমবাপে

| Updated: December 19, 2022 11:01:38


হার্স্টের ৫৬ বছর পর এমবাপে

আরেকটি দারুণ কীর্তি গড়লেন কিলিয়ান এমবাপে। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করলেন ফরাসি ফরোয়ার্ড। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কাতার আসরের ফাইনালে রোববার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে দলকে ২-২ সমতায় ফেরান এমবাপে। প্রথমটি করেন পেনাল্টি থেকে, পরেরটি সতীর্থের পাসে।

অতিরিক্ত সময়ে দল যখন ৩-২ গোলে পিছিয়ে, ১১৮তম মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করে ম্যাচ টাইব্রেকারে নেন এমবাপে। একই সঙ্গে তিনি পেয়ে যান হ্যাটট্রিকের স্বাদ।

এর আগে ১৯৬৬ সালের আসরের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।

Share if you like

Filter By Topic