Loading...

সাগরে লঘুচাপ, এদিকে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

| Updated: December 07, 2022 16:05:24


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

সাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে শীতের আবহে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পঞ্চগড়ে।    

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। 

এই লঘুচাপটি পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও বেশি শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

বর্তমানে লঘুচাপটির একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের শীতে সর্বনিম্ন তাপমাত্রা এই প্রথম ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। 

মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখন ঢাকায় তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

এদিন সকাল ৬ টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। 

বুধবার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় উত্তর/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইবে বলে আভাস দেওয়া হয়েছে।  

অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি ভোরের দিকে দেশের বিভিন্ন জায়গায় কুয়াশা পড়তে পারে। 

Share if you like

Filter By Topic