Loading...

সমাবেশে গুলি, ইমরান খান আহত 

| Updated: November 04, 2022 13:11:21


ইমরানকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সরিয়ে নিতে দেখা গেছে ঘটনাস্থল থেকে।   ইমরানকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সরিয়ে নিতে দেখা গেছে ঘটনাস্থল থেকে।  

পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে লংমার্চ করার মধ্যে এক সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

দেশটির ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, যে কনটেইনারে মঞ্চ বানিয়ে এই সমাবেশ হচ্ছিল, সেখান থেকে ইমরানকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অন্য একটি গাড়ি সরিয়ে নিতে দেখা গেছে টেলিভিশনে প্রচারিত ভিডিওতে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার ওয়াজিরাবাদের ওই সমাবেশস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের নেতা ইমরানকে। গুলির খবর পেয়ে পাঞ্জাব পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্যরা বৃহস্পতিবারের এ গুলির ঘটনায় আরও চারজন আহত হওয়ার কথা জানিয়েছেন। তবে কেউ নিহত হয়নি। 

ইমরান খানের ঊর্ধ্বতন সহযোগী রউফ হাসান বলেছেন, ইমরান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। তিনি স্থিতিশীল আছেন। ইমরানকে হত্যার চেষ্টা চলেছিল বলে জানান তিনি। 

ইমরান খানের আরেকজন সহযোগী জানান, একজন ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিল। এতে কয়েকজনের সঙ্গে ইমরানও আহত হন। 

পাকিস্তানের জিও টিভি পরে এ গুলির ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছে।  

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ হামলার ঘটনার নিন্দা করেছেন। আইজিপি এবং পাঞ্জাবের চিফ সেক্রেটারির কাছ থেকে এই ঘটনার বিষয়ে অবিলম্বে রিপোর্ট চাওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে নির্দেশও দিয়েছে। 

Share if you like

Filter By Topic