Loading...

রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা স্বীকার করলো ইরান

| Updated: November 06, 2022 20:47:46


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

ইরান প্রথমবারের মত রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা স্বীকার করেছে। তবে বলেছে, তারা ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার আগে মস্কোকে ড্রোন পাঠিয়েছিল। 

সম্প্রতি রাশিয়া বিশেষ করে ইউক্রেইনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রসহ বেসামরিক ‍অবকাঠামোতে ব্যাপক হারে ড্রোন হামলা চালাচ্ছে। 

অভিযোগ উঠেছে, মস্কোকে ওইসব ড্রোনের যোগান দিচ্ছে ইরান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তেহরান এবং মস্কো এতদিন এই অভিযোগ অস্বীকার করে আসছিল। কিন্তু শনিবার প্রথমবারের মত ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করে নেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দোল্লাহিয়ান বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর কয়েক মাস আগে ‘অল্প সংখ্যায়’ ড্রোন মস্কোয় পাঠানো হয়েছিল। 

তেহরান এখনো মস্কোকে ড্রোন সরবরাহ করে যাচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে আমিরআব্দোল্লাহিয়ান আরো বলেন, ‘‘ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করেছে বলে পশ্চিমা কিছু দেশ হইহই শুরু করেছে- ক্ষেপণাস্ত্র সরবরাহের অংশটি সম্পূর্ণ ভুল। 

‘‘ড্রোন পাঠানোর অংশটি সঠিক এবং ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার কয়েকমাস আগে আমরা রাশিয়ায় অল্প সংখ্যায় ড্রোন পাঠিয়েছিলাম।” 

ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ তে পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রকাশ পায় বলে জানায় রয়টার্স। 

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেইন তাদের বেসমরিক অবকাঠামোতে বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র এবং বাঁধে রাশিয়ার একের পর এক ড্রোন হামলার খবর দিচ্ছে। বলেছে, ওই সব হামলায় ইরানের তৈরি শাহেদ-১৩ ড্রোন ব্যবহার করা হচ্ছে। রাশিয়া অবশ্য ইউিক্রেইনে হামলা চালাতে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। 

গত মাসে ইরানের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দুইজন কূটনীতিক বলেছিলেন, ইরান রাশিয়াকে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। সঙ্গে আরো ড্রোনও। 

আমিরআব্দোল্লাহিয়ানের বরাত দিয়ে সংবাদ সংস্থা আইআরএনএ এর খবরে আরো বলা হয়, তেহরান এবং কিইভ দুইসপ্তাহ আগে ইউক্রেইনে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছিল। কিন্তু ইউক্রেইনের পক্ষ থেকে পরে ওই বৈঠকে কেউ উপস্থিত হয়নি। 

বলেন, ‘‘আমরা ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে একমত হয়েছিলাম এবং বলেছিলাম, রাশিয়া ইউক্রেইনে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে এমন প্রমাণ আমাদের কাছে সরবরাহ করতে। 

‘‘কিন্তু ইউক্রেইনের প্রতিনিধিরা শেষ মুহূর্তে পরিকল্পিত ওই বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।” 

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমেইল পাঠানো হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব দেয়নি। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী একইসঙ্গে আবারও বলেছেন, রাশিয়া ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে বলে প্রমাণিত হলে তেহরান ‘চুপ করে বসে থাকবে না’।  

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন গত মাসে রাশিয়াকে নিজেদের ড্রোন সরবরাহ করার কারণে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্যও ইউক্রেইনের বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানের তিন সামরিক কর্মকর্তা এবং একজন প্রতিরক্ষা প্রস্তুতকারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

Share if you like

Filter By Topic