Loading...

বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

| Updated: November 05, 2022 17:02:19


বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) তাদের আটক করে।

এরা হলেন- কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং তার সহযোগী মুছা মিয়া। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সৈয়দপুর বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, একটি ফ্লাইটে তাদের ঢাকা যাওয়ার কথা ছিলো। বোর্ডিং পাস নেওয়ার সময় নিরাপত্তারক্ষীরা ‍দুজনকে তল্লাশি করে। এ সময় আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে বিশেষ কায়দায় রাখা ১৫টি ইয়াবা পাওয়া যায়।

আটক দুজনকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share if you like

Filter By Topic