Loading...

বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বৃদ্ধি

| Updated: November 05, 2022 12:56:03


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

বান্দরবানের চার উপজেলা রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৮ নভেম্বর করা হয়েছে। 

শুক্রবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এবং সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো এক গণবিজ্ঞটিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

এর আগে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্ত এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষিদ্ধ করে প্রশাসন।  

এরপর ২৩ অক্টোর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আরও দুই উপজেলা থানচি ও আলীকদম উপজেলায়ও ভ্রমণ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ভ্রমণ নিষিদ্ধের মেয়াদ বাড়িয়ে ৪ নভেম্বর করা হয়। 

Share if you like

Filter By Topic