Loading...

বন্ধু মেসিকে নেইমারের অভিনন্দন

| Updated: December 19, 2022 19:18:06


বন্ধু মেসিকে নেইমারের অভিনন্দন

নিজে বিশ্বকাপ রাঙাতে পারেননি। আরও একবার সঙ্গী হয়েছে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার বেদনা। তবে ক্লাব সতীর্থ, বন্ধু মেসির সাফল্যে দারুণ খুশি নেইমার। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পরপরই লিওনেল মেসিকে শুভেচ্ছ জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনালে ৬ গোলের নাটকীয় লড়াইয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

৩৬ বছরের অপেক্ষা শেষে দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূরণ হয়েছে মেসির সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরার স্বপ্নও। ম্যাচ শেষে ইন্সটাগ্রামে পিএসজি সতীর্থকে শুভেচ্ছা জানান নেইমার।

ছোট্ট বার্তায় লেলেন, “অভিনন্দন ভাই।” সঙ্গে জুড়ে দেন হাততালির ইমোজি।

Share if you like

Filter By Topic