Loading...

ফ্রান্সকে ‘আক্রমণের পথ জানা আছে’ আর্জেন্টিনার

| Updated: December 18, 2022 20:39:33


ফ্রান্সকে ‘আক্রমণের পথ জানা আছে’ আর্জেন্টিনার

বিশ্বকাপ ফাইনালের আগে আত্মবিশ্বাসের কমতি নেই লিওনেল স্কালোনির। দেশের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে এবার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা কোচ। একই সঙ্গে প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে সতর্কও তিনি। বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্কালোনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

বিশ্বকাপে নিজেদের ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে রোববারের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

চার বছর আগের বিশ্বকাপে এই ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর প্রথমবার দেখা হচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দল দুটির।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি প্রত্যয়ী কণ্ঠে বলেন, এবারের লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। শেষ আটে নেদারল্যান্ডসকে হারানো ম্যাচের পুনরাবৃত্তি চান তিনি। 

“আশা করি, আমরা শিরোপা জিততে পারব, আর সেটা হলে দুর্দান্ত হবে। আমরা জানি, কিভাবে তাদের (ফ্রান্স) আক্রমণ করতে হবে, আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে।” 

“আশা করি, আমরা কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে যেভাবে খেলেছিলাম, এবারও একইরকম খেলতে পারব। তবে পেনাল্টি শুটআউটের যন্ত্রণা ছাড়াই ম্যাচ জিততে হবে।”

Share if you like

Filter By Topic