Loading...

ফাইনালের আগে মেসির বার্তা

| Updated: December 18, 2022 14:32:19


ফাইনালের আগে মেসির বার্তা

স্বপ্ন পূরণের ম্যাচে মাঠে নামতে যেন তর সইছে না লিওনেল মেসির। প্রতিপক্ষ ফ্রান্সকে এক প্রকার হুমকি দিয়ে রাখলেন আর্জেন্টিনার এই মহাতারকা।

ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল দিয়ে রোববার পর্দা নামবে কাতার বিশ্বকাপের। নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলার জন্য মুখিয়ে থাকা দুই দলের মাঠের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

এটাই যে বিশ্বকাপে তার শেষ, আসর শুরুর আগেই ইঙ্গিত দিয়েছিলেন ৩৫ বছর বয়সী মেসি। সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে সময়ের সেরা ফুটবলারদের একজন তা নিশ্চিতও করে দেন। এখন পর্যন্ত বিশ্বকাপ জেতার অনির্বচনীয় স্বাদ না পাওয়া মেসি উন্মুখ হয়ে আছেন শেষটা রাঙিয়ে রাখতে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ম্যাচের আগের দিন ইন্সটাগ্রামে ছোট্ট এক বার্তায় সেটাই জানালেন তিনি। নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, “আমি প্রস্তুত। ভামোস, আর্জেন্টিনা।”

ক্লাব ও জাতীয় দলে সম্ভাব্য সব শিরোপার স্বাদ পেয়েছেন মেসি। এবার বিশ্বকাপ জিতে শেষটা স্মরণীয় করে রাখার পালা ৩৫ বছর বয়সী এই জাদুকরের।

Share if you like

Filter By Topic