Loading...

ফাইনালে আর্জেন্টিনা সমর্থকদের জন্য খিচুড়ি ভোজ, জিতলে ৫ গরু জবাই

| Updated: December 17, 2022 21:15:06


ফাইনালে আর্জেন্টিনা সমর্থকদের জন্য খিচুড়ি ভোজ, জিতলে ৫ গরু জবাই

কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিন আর্জেন্টিনার দেড় হাজার সমর্থককে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর পাশাপাশি খিচুড়ি খাওয়ানোর আয়োজন করেছেন জামালপুরের এক যুবক।

রোববার রাতে ফাইনাল ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ খেলা উপভোগ করতে সরিষাবাড়ীর চর ধানাটা নিজ গ্রামে এ আয়োজন করেছেন মাসুদুর রহমান। আর আর্জেন্টিনা জিতলে ৫টি গরু জবাই করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রাজধানীর তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর মেসির প্রতি ভালবাসা দেখিয়ে ৩৫ হাজার টাকা খরচ করে ১ হাজার ৬০ ফুট লম্বা পতাকা বানিয়ে শোভাযাত্রা করেন। পরে দীর্ঘ এই পতাকা সরিষাবাড়ীতে টানিয়ে দেয়।

এরপর মাসুদুরের পক্ষ থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি, বিরিয়ানী ভোজের আয়োজনের পাশাপাশি বিজয় উল্লাস করেন সমর্থকরা।

সবশেষ ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

বিশ্বকাপ খেলায় খিচুড়ি, বিরিয়ানি এবং মিল্লি ভাত আয়োজনে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার টাকা খরচ হয়েছে বলে মাসুদুর জানান।

তিনি বলেন, “অসাধারণ খেলা খেলে যাচ্ছে প্রিয় মেসিরা। প্রতিটি খেলাই সমর্থকদের দেখার আয়োজন করেছি। ফাইনালে খেলাটা বড় পর্দায় উপভোগ করবে; সাথে থাকবে ভুনা খিচুড়ির আয়োজন। এবারের বিশ্বকাপ আমার পছন্দের দল আর্জেন্টিনাই নিবে।”

তাছাড়া আর্জেন্টিনা জয়ী হলে প্রতিশ্রুতি মোতাবেক পাঁচটি গরু জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়ানো হবে বলে জানান এ সমর্থক।

Share if you like

Filter By Topic