Loading...

প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল

| Updated: December 19, 2022 10:42:59


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

নতুন বই বিতরণ ও বৃত্তির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার প্রকাশিত এ আদেশে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বার্ষিক পরীক্ষা শেষে এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ। তবে দাপ্তরিক কাজের জন্য শিক্ষকরা অফিস করছেন। এরমধ্যে তাদের শীতকালীন ছুটি বাতিলের এ আদেশ এল।

এতে বলা হয়েছে, প্রাথমিকে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, নতুন বই বিতরণ কার্যক্রম ও বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য ছুটি বাতিল করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অধিদফতরের পরিচালক মনীষ চাকমার গত ১৫ ডিসেম্বর সই করা আদেশটি রোববার প্রকাশ করা হয়।

এ অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী, যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকে ছুটির উল্লেখ রয়েছে। শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলেও বড় দিনের ছুটি বহাল থাকবে।

Share if you like

Filter By Topic