Loading...

পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা: আইজিপি

| Updated: November 06, 2022 19:19:54


পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা: আইজিপি

কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।   

শনিবার সকালে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল ভবনের দুইটি তলা ও মহানগর পুলিশের নবনির্মিত ছয় তলা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আইজিপি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের অসহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনের কোনো অবজারভেশন থাকলে সে অনুযায়ী বাংলাদেশ পুলিশ ব্যবস্থা নেবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে পুলিশ কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। 

যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি মাদক নির্মূলে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।   

গুজবের ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, “গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বেড়েছে। পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” 

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট সহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

২০১৭ সালের ২৫ মার্চ সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহলে’ জঙ্গি বিরোধী অভিযানের সময় মারা যান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর।    

বাংলাদেশ পুলিশ ২০১৮ সালে তাকে বিপিএম [বাংলাদেশ পুলিশ মেডেল] পদকে ভূষিত করেছে। তার নামানুসারে নবনির্মিত ভবনের নামকরণ করা হয়। 

Share if you like

Filter By Topic