পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলার মধ্যে গুলির ঘটনায় তিনিসহ দলের কয়েকজন নেতা আহত এবং এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদে শুক্রবার সহিংস বিক্ষোভের পর শনিবার ফের দেশজুড়ে বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
‘দ্য ডন’ জানায়, পিটিআই নেতা আসাদ উমর এক টুইটে বলেছেন, শনিবার বিকাল পাঁচটায় বড় বড় সব নগরীতে দল বিক্ষোভ করবে।
পিটিআিইয়ের স্থানীয় সংগঠনগুলো বিক্ষোভের স্থান নির্ধারণ করে দেবে জানিয়ে তিনি বলেন, “তাদেরকে(শাসকদের) দেখিয়ে দিন সত্যিকারের স্বাধীন জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গুলির আঘাত থেকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়েই আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দেবেন বলে জানানোর পর দলের নেতা আসাদ উমর এই বিবৃতি দিলেন।
গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে সমাবেশের জন্য তৈরি হলে সেখানে হয় গুলিবর্ষণ।গুলিবিদ্ধ হন ইমরান খানও, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে পরে তার দলের পক্ষ থেকে জানানো হয়। গুলির ঘটনায় একজন নিহতেরও খবর পাওয়া যায়। আহত হন আরও বেশ কয়েকজন।
এ ঘটনার প্রতিবাদে ইমরানের দল পিটিআই এরই মধ্যে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ করেছে। তাদের এ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। বড় বড় শহরগুলোতে তেহরিক-ই ইনসাফের কর্মীরা রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে।
কোথাও কোথাও তারা পুলিশের দিকে ইট পাথর ছুড়লে পাল্টা পুলিশও তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছুড়ে; কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়েছে।