Loading...

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৬

| Updated: January 18, 2023 17:03:56


পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৬

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে ওঠার সময় একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এক অ্যাম্বুলেন্সের ছয় আরোহীর প্রাণ গেছে।

মঙ্গলবার ৪টার দিকে জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ের পুলিশের ফরিদপুর সার্কেলের এএসপি মোহাম্মদ মারুফ হাসান জানান।

এলপি গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পেছনে থাকা অ্যাম্বুলেন্সটিও বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতি নিরোধক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে সজোরো ধাক্কা খায়। তাতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়।

এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ছয় আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে এএসপি মারুফ হাসান জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম রবিউল ইসলাম, বয়স ২৯। ঢাকার খিঁলগাও তালতলা এলাকায় তিনি থাকেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

Share if you like

Filter By Topic