Loading...

নয়া পল্টনে সংঘর্ষ: উসকানির অভিযোগে গ্রেপ্তার ফখরুল ও আব্বাস

| Updated: December 09, 2022 20:00:51


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি।

নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা নিক্ষেপের উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টনা থানার মামালায় গ্রেপ্তার দেখাচ্ছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

বিএনপির এ দুই শীর্ষ নেতাকে প্রায় দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “পল্টন থানার মামালায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আমরা আদালতে তুলব।”

সংবাদিকদের প্রশ্নের উত্তরে হারুন বলেন, “তাদের বিরুদ্ধে অভিযোগটা হল, তারা পুলিশের ওপর বর্বোরিচত হামলায়, ককটেল নিক্ষেপে উসকানি দিয়েছেন এবং এর পরিকল্পনা করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা এটা পেয়েছি।”  

Share if you like

Filter By Topic