Loading...

ধ্রুব এষসহ বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১৫ জন

| Updated: January 27, 2023 18:21:14


ধ্রুব এষসহ বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১৫ জন

লেখক ও শিল্পী ধ্রুব এষসহ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ১৫ জন।

বুধবার একাডেমি ২০২২ সালের পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।

শিশুসাহিত্যের জন্য এ পুরস্কার পেতে যাচ্ছেন লেখক ও চিত্রশিল্পী ধ্রুব এষ।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২' এর সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা করা হল।

১০ বিভাগে ১৫ জনকে এবার এ পুরস্কার দেওয়া হবে।

তারা হলেন- কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে ইকতিয়ার চৌধুরী, ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের এ পুরস্কার প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০২১ সালের জন্য গতবার ১১ বিভাগে ১৫ জন এ পুরস্কার পেয়েছিলেন।

তিন বছর পর এবার বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় এবার মেলা প্রচলিত রীতি মেনে ভাষার মাসের প্রথম দিনে শুরুর প্রস্তুতি নিচ্ছে আয়োজক বাংলা একাডেমি।

১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬০ সাল থেকে নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে একাডেমি। খবর  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

Share if you like

Filter By Topic