Loading...

দিল্লিতে কুয়াশায় ট্রেন ও বিমান চলাচল ব্যাহত

| Updated: December 28, 2022 16:31:38


দিল্লিতে কুয়াশায় ট্রেন ও বিমান চলাচল ব্যাহত

ভারতের রাজধানী দিল্লিতে নিম্ন তাপমাত্রা ও কুয়াশার কারণে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

মঙ্গলবার সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে ৫০ মিটার দূরের কোনোকিছু দেখতে সমস্যা হওয়ায় বিমান চলাচল ব্যাহত হয়।

দিল্লি বিমানবন্দর টুইটারে যাত্রীদেরকে সতর্ক করে বলেছে যে, এই পরিস্থিতিতে ফ্লাইট চলাচল সম্ভব নয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ওদিকে, রেলের শিডিউলও হয়েছে ব্যাহত। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কুয়াশার কারণে অন্তত ১৫টি ট্রেন ঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টাও দিল্লিতে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। সাথে দমকা হাওয়ার আশঙ্কাও আছে।

কুয়াশার পরিমাণ বাড়ার সঙ্গে ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণমান। পাশাপাশি ঘন কুয়াশার ফলে সোমবার সকাল থেকেই যাতায়াতে চরম অসুবিধায় পড়েছে দিল্লিবাসী।

সাতসকালেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে সাধারণ মানুষ। বেশ কিছু এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দিল্লি এবং নয়ডাতেই কুয়াশার পরিমাণ সবচেয়ে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Share if you like

Filter By Topic