Loading...

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বীরগঞ্জ ও বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টায় বীরগঞ্জের বড়করিমপুর এলাকায় এবং সকাল ৯টায় বিরামপুরের টাটকপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম জানান- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার হযরত আলী (৫৬) মোটরসাইকেল নিয়ে বীরগঞ্জে আসছিলেন। পথে বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কের বড়করিমপুর নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখি একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে বিরামপুর থানার এসআই বাবুল ইসলাম জানান- সোহেল রানা (৩৮) ও তার স্ত্রী সেলিনা বেগম (৩০) মোটরসাইকেল নিয়ে দিনাজপুর থেকে বিরামপুর যাচ্ছিলেন। পথে বিরামপুরের টাটকপুর নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখি একটি বিআরটিসি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত সোহেল রানার বাড়ি দিনাজপুর শহরের রেলকলোনিতে। তার পিতার নাম লোকমান হোসেন।

এসআই বাবুল আরো জানান, বিআরটিসি বাসটি আটক করে ফুলবাড়ী থানায় নেওয়া হয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Share if you like

Filter By Topic