Loading...

তৃণমূলের জন্য খুললো আরও ৪৫ কমিউনিটি ভিশন সেন্টার

| Updated: January 18, 2023 19:10:54


তৃণমূলের জন্য খুললো আরও ৪৫ কমিউনিটি ভিশন সেন্টার

দেশের ১৩ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে দেশে মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা বেড়ে হল ১৩৫টি। আর তৃণমূলের এক তৃতীয়াংশ মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় এল।

বাসস এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বুধবার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

পাশাপাশি ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রগুলোও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল। স্থানীয় উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রী পরে মত বিনিময় করেন।

নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে চারটি এবং খুলনা বিভাগে একটি খোলা হয়েছে।

বাসস লিখেছে, প্রধানমন্ত্রী প্রথম ও দ্বিতীয় ধাপে এর আগে ৯০টি কমিউনিটি ভিশন সেন্টার খুলেছিলেন, যা বিনামূল্যে আধুনিক ও উন্নত চোখের চিকিৎসার ক্ষেত্রে ‘দক্ষিণ এশিয়ায় রোল মডেল’ হয়ে উঠেছে।

কমিউনিটি ভিশন সেন্টার থেকে এ পর্যন্ত ১৩ লাখ ৩১ হাজার ৫৭৭ জন চোখের চিকিৎসা নিয়েছেন এবং ২ লাখ ১০ হাজার ৮৬৮ জন বিনামূল্যে চশমা পেয়েছেন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন অনুষ্ঠানে।

এছাড়া কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়ার বিষয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার অনুষ্ঠানে বক্তব্য দেন।

Share if you like

Filter By Topic