Loading...

জানুয়ারি থেকেই একাদশ শ্রেণির বেতন

| Updated: January 18, 2023 17:03:56


জানুয়ারি থেকেই একাদশ শ্রেণির বেতন

একাদশ শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বেতন জানুয়ারি থেকে আদায়ের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপিতে এ নির্দেশনা দেয়।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি নীতিমালা অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক বেতন এ বছরের জানুয়ারি থেকে আদায় করতে হবে।

বর্তমানে একাদশ শ্রেণিতে (উচ্চমাধ্যমিক) ভর্তি কার্যক্রম চলছে। অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তির জন্য প্রথম ও দ্বিতীয় দুই ধাপের মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে। এখন তৃতীয় ধাপের আবেদন কার্যক্রম চলছে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

কোভিড মহামারী ও বন্যায় সাত মাস পিছিয়ে গত ১৫ সেপ্টেম্বর মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। মহামারীর মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষার ফল ২৮ নভেম্বর প্রকাশ করা হয়।

Share if you like

Filter By Topic