Loading...

চাঁপাইনবাবগঞ্জ-৩: ভোটের শুরুতেই ধাওয়া-পাল্টা ধাওয়া

| Updated: February 01, 2023 17:42:12


চাঁপাইনবাবগঞ্জ-৩: ভোটের শুরুতেই ধাওয়া-পাল্টা ধাওয়া

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের শুরুতেই একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে জেলা শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৭ নম্বর কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান।

প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান জানান, সকালে ভোট গ্রহণ শুরুর আগে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

ইমিএমে ত্রুটি থাকায় সে সময় কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়নি। এর কিছুক্ষণ পরই ভোট গ্রহণ শুরু হয় বলে জানান প্রিজাইডিং অফিসার।

এই কেন্দ্রেই নিজের ভোট দিয়েছেন আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন।

ভোট দেওয়ার পর তিনি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি  অভিযোগ করে বলেন, ভোটগ্রহণের সময় তার কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। 

তবে এই বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share if you like

Filter By Topic