Loading...

গুগল সার্চের খুঁটিনাটি

| Updated: December 22, 2022 20:02:04


গুগল সার্চের খুঁটিনাটি

গুগল সার্চ প্রতিমুহূর্তে করে চলেছি আমরা সবাই। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে জানতে আমরা শরণাপন্ন হই গুগলের। হিসেব করে দেখা যায়, প্রতি মিনিটে সারা পৃথিবীতে প্রায় ৬.৩ মিলিয়ন তথ্য খোঁজার জন্য ব্যবহৃত হচ্ছে এই সার্চ ইঞ্জিন। সবাই গুগল সার্চে অভ্যস্ত, কিন্তু তারপরও দেখা যায় প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে দরকার পড়ে অনেক বেশি সময় ও শ্রমের।কিন্তু আরো কার্যকরী উপায়ে কীভাবে এই গুগুলের সার্চ ইঞ্জিনকে ব্যবহার করা যেতে পারে, সে বিষয়ে অধিকাংশেরই ধারণা নেই। একটু বুদ্ধি খাটিয়ে গুগল করা সম্ভব হলে তা যেমন সময় বাঁচাতে পারে, তেমনি খুঁজে এনে দিতে পারে যা চাওয়া হচ্ছে, ঠিক সেটাই। 

যথাযথ শব্দ খুঁজতে উদ্ধৃতি চিহ্নের ব্যবহার

যদি গুগলে সার্চ দেয়ার সময় কোনো একটা নির্দিষ্ট শব্দ বা বাক্যকে কোটেশন বা উদ্ধৃতি চিহ্নের মাঝে আটকে দেয়া যায়, তাহলে শুধু ওই উল্লিখিত অংশটুকুই গুগল খুঁজে এনে দিবে। এক্ষেত্রে হুবহু মিল থাকবে এমন তথ্যই চলে আসবে সবার আগে। উদাহরণ স্বরূপ বলা যায়, “পুরান ঢাকার কাচ্চির রেসিপি” লিখলে ইন্টারনেটের হাজার হাজার কাচ্চি বিরিয়ানির রেসিপির ভেতর থেকে যেগুলোতে পুরান ঢাকার রেসিপি আছে সেগুলোই সামনে আসবে। 

বিয়োগ মানেই বাদ

ফিরে যাওয়া যাক আমাদের পুরান ঢাকার কাচ্চির রেসিপিতে। গুগল থেকে যদি খুঁজে আনতে চাই এমন সব ওয়েবপেজের তথ্য যেখানে শুধু রেসিপি আছে কিন্তু কোনো রিভিউ পড়তে চাইনা – এরকম একটা অংশ বাদ দেয়ার জন্য ব্যবহার করা যাবে বিয়োগ চিহ্ন বা কিবোর্ডের হাইপেন। সেক্ষেত্রে আগের সার্চটি নতুনভাবে হয়ে যাবে “পুরান ঢাকার কাচ্চির রেসিপি - রিভিউ”।

তারকাচিহ্নে বাজিমাত

অনেক সময় দেখা যায় একটা বাক্যের পুরোটা মনে পড়ছেনা অথবা বাক্যের নির্দিষ্ট অংশে কয়টি শব্দ সার্চ করতে চাই, সেটি নিয়েও মনে সন্দেহ দেখা দিচ্ছে। এক্ষেত্রে অ্যাস্টেরিস্ক(*) বা তারকা চিহ্নের ব্যবহার করলে সহজেই সমাধান মেলে। ধরে নেয়া যাক, শুধু পুরান ঢাকার রেসিপি হলেই দিব্যি চলে যাবে এবং এক্ষেত্রে কোনো নির্দিষ্ট পদের রেসিপি গুরুত্বপূর্ণ নয়। এমন পরিস্থিতিতে “পুরান ঢাকার * রেসিপি” লিখে গুগল করলে “পুরান ঢাকার কাবাব রেসিপি”, “পুরান ঢাকার কাচ্চি রেসিপি” এমন সবকিছুই চলে আসবে সার্চ রেজাল্টে। মূলত অ্যাস্টেরিস্কের ব্যবহার ওয়াইল্ডকার্ডের মতো। এটির সাহায্যে অনির্দিষ্ট সংখ্যক শব্দ বা অক্ষর বসিয়ে সার্চ করে দিতে সক্ষম হয় গুগল। 

লক্ষ্য যখন একটি ওয়েবসাইট

সার্চের মধ্যে site: অপারেটর ব্যবহার করে শুধুই একটি নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য বের করে আনা যায়। মূল সার্চের পর লিখতে হয় site: এবং তারপর সেই ওয়েবসাইটের ইউ আর এল অ্যাড্রেস। ধরা যাক, ফিনানশিয়াল এক্সপ্রেসের ওয়েবসাইটে রেসিপি সংক্রান্ত যতো লেখা রয়েছে তার সব তথ্য আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে “রেসিপি site:thefinancialexpress.com.bd”। 

ফাইল টাইপে সঠিক ফাইল

filetype: অপারেটর ব্যবহার করে নির্দিষ্ট টাইপের ফাইল খুঁজে আনা সম্ভব গুগলের শত শত কোটি সার্চ রেজাল্টের ভেতর থেকে। এক্ষেত্রে প্রথমে যা সার্চ করতে চাওয়া হচ্ছে সেটি লিখে এরপর filetype: ব্যবহার করে লিখে দিতে হবে ফাইল টাইপের এক্সটেনশন। যেমন বাহারি রান্নার রেসিপি পিডিএফে খুঁজে আনতে চাইলে গুগল করতে হবে “রেসিপি filetype:pdf”। এর ফলে সবকিছু বাদ দিয়ে শুধু পিডিএফ ফাইলগুলোই চলে আসবে সার্চ রেজাল্টে।  

আরো নিখুঁত হোক তথ্য খোঁজা

গুগলের সার্চ ইঞ্জিনের রয়েছে বেশ কিছু কৌশল যেগুলো শুনতে জটিল মনে হলেও কাজ করে খুবই সহজে। এগুলো ব্যবহার করে সার্চ ইঞ্জিনের দক্ষতাকে করে তোলা যায় আরো সুচারু এবং নিখুঁত। যে বিষয়টি সার্চ করতে চাচ্ছি সেটি কাঙ্ক্ষিত ওয়েবসাইটের অ্যাড্রেসের মধ্যে থাকবে, নাকি লেখার শিরোনামে অথবা লেখার ভেতরে থাকবে - এইসবকিছুই নির্দিষ্ট করে বলে দেয়া যায় গুগলকে। এক্ষেত্রে ব্যবহার করতে হয় যথাক্রমে inurl:, intitle:, এবং intext:। অ্যাডভান্সড সার্চ অপশান ব্যবহার করে কোন ভাষার ফলাফলগুলো প্রয়োজনীয় সেটিও নির্দিষ্ট করে দেয়া সম্ভব। 

এই ধরণের বিভিন্ন টুকিটাকি কৌশল ব্যবহার করে গুগল সার্চের পুরো কাজটি খুব সহজেই করে ফেলা যায়। এছাড়াও যদি নির্দিষ্ট এলাকা বা সময়ের ওপর শর্ত বসিয়ে তথ্য খুঁজে আনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগলের টুলস বাটন রয়েছেই। এই সবকিছু ব্যবহার করতে পারলেই দেখবেন গুগলে তথ্য খোঁজা হয়ে উঠবে আরো দ্রুততা এবং আনন্দের সাথে।


সিরাজুল আরিফিন বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

[email protected]

 

Share if you like

Filter By Topic