Loading...

গাজীপুরে শৌচাগার থেকে শিশুর লাশ উদ্ধার, দুলাভাই আটক

| Updated: December 19, 2022 10:48:46


খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় একটি বাড়ির শৌচাগার থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির দুলাভাইকে আটক করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে একটি বাড়ির শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন জানান। 

ছয় বছর বয়সী শফিকুল ইসলাম নেত্রকোণার সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। 

শিশুটি শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে মো. সিদ্দিকের বাড়িতে তার পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মনিরুজ্জামান শীতলের বাড়ির সারিবদ্ধ ঘরগুলো কারখানার শ্রমিকদের কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেন। এখানে একটি বাড়ির শৌচাগার ভাড়াটিয়াদের পাশাপাশি দোকানদার ব্যবহার করেন।

রোববার সকালে এক দোকানি ওই শৌচাগারে গেলে ভেতরে শফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির মালিককে জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে, একই বাড়ির ভাড়াটিয়া শফিকুলের দুলাভাই মাজাহরুল স্থানীয় একটি মসজিদের মাইকে শিশুটিকে নিখোঁজ ঘোষণা করতে যান। 

এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন এবং সাদিকুর রহমান নিহতের দুলাভাই মাজাহারুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। 

এ সময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজহারুল শিশুটিকে হত্যার দায় স্বীকার করেন বলে শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন জানান। 

“তবে কারণ হিসেবে একেক সময় একেক কথা বলছেন মাজাহারুল।” 

শ্রীপুর থানার এসআই মো. শাহাদত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সুরতহালে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

শ্রীপুর থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামেন। 

হত্যা মামলা হয়েছে বলে শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

Share if you like

Filter By Topic