Loading...

ইসরায়েলের নির্বাচনে জয়ী নেতানিয়াহু জোট, শুভেচ্ছা জানালেন লাপিদ

| Updated: November 04, 2022 19:21:10


নেতানিয়াহু। ছবি: রয়টার্স নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট। শাসনক্ষমতায় নেতানিয়াহুর এই নাটকীয় প্রত্যাবর্তনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার ইসরায়েলের সাধারণ নির্বাচনের বুথফেরত জরিপে এগিয়ে ছিল নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। বৃহস্পতিবার ঘোষিত চূড়ান্ত ফলে দলের জয় নিশ্চিত হয়। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার কট্টর-ডানপন্থি জোট ৬৪ টি আসন পেয়েছে।

এর মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি আসন পেয়েছে ৩২টি এবং কট্টর ডানপন্থি আলট্রা ন্যাশনালিস্ট রেলিজিয়াস জিওনিজম অ্যালায়েন্স পেয়েছে ১৪ আসন। অপরদিকে, ইয়ার লাপিদের দল ইয়েস আতিদ ২৪টি আসন পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম।

টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর গত বছর ক্ষমতাচ্যুত হয়েছিলেন নেতানিয়াহু। এবারের নির্বাচনে তিনি যে কেবল সগৌরবে ফিরে এলেন তাই নয়, এর মধ্য দিয়ে সেই ২০১৯ সাল থেকে শুরু হওয়া নজিরবিহীন রাজনৈতিক অচলাবস্থা অবসানেরও পট প্রস্তুত হল।

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। এ সমস্ত অভিযোগে এখনও নেতানিয়াহুর বিচার চললেও ডানপন্থি এ রাজনীতিবিদ সব অভিযোগই অস্বীকার করেছেন।

এবারের নির্বাচনে পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরেছেন তিনি। এখন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালেই তিনি কাজ শুরু করতে পারবেন। এ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর হাতে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ইয়ার লাপিদ এবং একাজের জন্য তিনি অধীনস্তদের নির্দেশনাও দিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। 

ইসরায়েলের গণমাধ্যম রাজনৈতিক কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মাসের মাঝামাঝি সময়েই নতুন সরকার গঠিত হতে পারে। সম্প্রতি কয়েকবছরে ইসরায়েলের ক্ষমতায় থাকা জোট সরকারগুলোর পার্লামেন্টে তেমন সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ফলে অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে তাদের অবস্থান ছিল দুর্বল।

গত চার বছরের মধ্যে এবার নিয়ে পঞ্চম বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল ইসরায়েলে। গত বছর নির্বাচনে নেতানিয়াহু হেরে যাওয়ার পর ইয়ার লাপিদের মধ্যপন্থি দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল ইয়েমিনা পার্টি। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের জোটে ফাটল দেখা দেওয়ায় আবার নির্বাচনের আয়োজন করা হয়।

এ নির্বাচনের সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, প্রকাশ্য আরব বিদ্বেষী ধর্মীয় কট্টরপন্থিদের সাফল্য। নেতানিয়াহু আগেই প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, এবার প্রধানমন্ত্রী হলে প্রভাবশালী ডানপন্থি রাজনীতিবিদ ইতামার বেন জিভির মতো কট্টরপন্থিদের নিয়ে সরকার গড়বেন তিনি। নেতানিয়াহুর সম্ভাব্য এই কট্টরপন্থি মন্ত্রিসভা নিয়ে তাই এরই মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Share if you like

Filter By Topic