Loading...

আঙুল কেটে ব্যথায় কাতর সানি লিউনি

| Updated: February 01, 2023 17:13:53


শুটিং সেটে আহত হন সানি লিউনি। শুটিং সেটে আহত হন সানি লিউনি।

সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেলেন বলিউড তারকা সানি লিওনি। এক পায়ের বুড়ো আঙুল কেটে যাওয়ার পর তাতে ব্যথায় কাতরানোর ভিডিও ভাইরাল এখন সোশাল মিডিয়ায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সানি নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও রিল শেয়ার করেছেন বলে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া জানায়।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, তামিল সিনেমা ‘ওহ মাই ঘোস্ট’-এ প্রাচীন নারী যোদ্ধার চরিত্রে অভিনয় করে দারুণ সাফল্য পাওয়ার পর সানি লিওনি এখন আরও কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সেরকমই একটি শুটিংয়ে পায়ের বুড়ো আঙুল কেটে যায় তার।

ভিডিওতে দেখা যায়, সানির কেটে যাওয়া আঙুল থেকে রক্ত বেরুচ্ছে এবং সেই ক্ষতস্থান পরিষ্কার করে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছেন তার এক সহকারী। সানি তখন শুটিং কস্টিউমে এবং তাকে ব্যথায় কাতর দেখাচ্ছিল।

অবশ্য আহত অবস্থায়ও রসবোধ হারাননি তিনি। তার সহকারীরাও তার সঙ্গে মজা করছিলেন। তারা সানিকে ভয় দেখাচ্ছিলেন এই বলে যে এই ক্ষত থেকে তার সংক্রমণ হতে পারে। তিনিও টিটেনাস ইনজেকশন নেওয়ার কথা বলেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্টের পরপরই সানির ভক্তরা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে শুরু করেন এবং তার জন্য শুভকামনা জানান।

টাইমস অব ইনডিয়া জানায়, সম্প্রতি এক টুইটে সানি লিওনি ‘যখন একটি সুযোগ আসে, তখন তা গ্রহণ করা কেন দরকার’ সে বিষয়ে মন্তব্য করেছেন। সেখানে তিনি এমনই এক সুযোগ গ্রহণ করে তার ভারতে আসার পটভূমি ব্যাখ্যা করে বলেছেন, এখন ভারতই তার বাসভূমিতে পরিণত হয়েছে।

<div class="paragraphs"><p>সানি লিউনি</p></div>

সানি লিউনি

কানাডিয়ান এই অভিনেত্রী লিখেছেন, “যখন একটি সুযোগ আসে তখন তা গ্রহণ করা কেন জরুরি? অনেক সময় আমরা সক্রিয়ভাবে সুযোগ খুঁজতে থাকি, কিন্তু তা সহজে মেলে না। কিন্তু কিছু কিছু সময় সুযোগ চলে আসে যখন আপনি তা আশা করছেন না এবং এটা জরুরি যে তখন আপনি ওই সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি নেবেন না।”

সানি লিওনির হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। যার মধ্যে আছে মালয়ালাম সিনেমা ‘শেরো’ ও ‘রঙ্গিলা’। এছাড়া স্প্লিটসভিলা এক্স৪ এর কো-হোস্ট হিসেবেও রয়েছেন তিনি।

জানুয়ারির শুরুতে সানির সিনেমা ‘ওহ মাই ঘোস্ট’ মুক্তি পায়। কেরালা ও কর্ণাটকে মুক্তি পাওয়া এই সিনেমায় এক প্রাচীন নারী যোদ্ধার ভূতের চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পান তিনি।

Share if you like

Filter By Topic