বাংলাদেশ ও ভারতের রোমাঞ্চকর ম্যাচে বিতর্কের রেশ রয়ে গেছে এখনও। এর উত্তাপ স্পর্শ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। নিজেদের অবস্থান পরিষ্কার করে রজার বিনি দাবি করেছেন, সব দেশকেই সমান চোখে দেখে আইসিসি। পক্ষপাতিত্ব করে না কোনো দেশের দিকেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত বুধবার বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ রানে জেতে ভারত।
ওই ম্যাচের দুটি বিষয় নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। প্রথমত, ফেক ফিল্ডিং করেও কেন ৫ রান জরিমানা দিতে হয়নি ভারতকে। সপ্তম ওভারের সময় বল ছাড়াই থ্রো করার ভঙ্গি করে বেঁচে যান বিরাট কোহলি। যার জন্য ম্যাচের পর ৫ রান পেনাল্টি না পাওয়ার আক্ষেপ ঝরে নুরুল হাসান সোহানের কণ্ঠে।
এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। চলছে এখনও। ফেক ফিল্ডিংয়ের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হলে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় ভারত। কারণ, ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে তখন ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। বৃষ্টি থামার পর মাঠ ভালোভাবে না শুকাতেই শুরু করা হয় খেলা, এমন অভিযোগও ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, ভারতকে সুবিধা দেওয়ার জন্য এসব বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্ন উঠতে শুরু করে। বিসিসিআই প্রধান রজার বিনি শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিলেন উত্তর।
“এটা সঠিক নয়। আমরা মনে করি না, আইসিসি আমাদের পক্ষপাতিত্ব করে। সবাই একই সুযোগ-সুবিধা পায়। কোনোভাবেই এটা (পক্ষপাতিত্ব করে) বলার উপায় নেই। অন্য দল থেকে আমরা ভিন্ন কী পাই? ভারত ক্রিকেটের পাওয়ার হাউজ, তবে আমাদের সবার সঙ্গে একই আচরণ করা হয়।”