Loading...

হ্যাকিং জগতে যে নারীদের নাম শীর্ষে 

| Updated: December 19, 2022 20:42:31


হ্যাকিং জগতে যে নারীদের নাম শীর্ষে 

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যক্তিত্ব, কুটনীতিজ্ঞ ও সাবেক ফার্স্ট লেডি এলিয়ানর রুজভেল্ট নারীদের শক্তি সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করে বলেছিলেন, 'নারী হচ্ছে টি-ব্যাগের মতো। গরম জলে দেয়ার আগে তুমি বুঝতে পারবেনা সে কতটা শাক্তিশালী।'

তবে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কেবল হেয় করেই দেখা হয়। নারী অংকের ধারা বোঝেনা, বিজ্ঞানের সূত্র বোঝেনা কিংবা বোঝেনা কম্পিউটারের এলগোরিদম। এমন সব স্টেরিওটাইপ বা মিথের বোঝা কাঁধে  নিয়েই নারীর পথচলা।

তবে সত্যিই কী তাই?? সত্যিই কী কম্পিউটারের জগত নারীদের অজানা? নিপুণ হস্তে কম্পিউটারের কোড লিখা বা কম্পিউটার হার্ডওয়্যার সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে কী কেবল পুরুষেরা-ই দক্ষ? 

বিখ্যাত হয়েছে এমন সব নারীদের কীর্তিকলাপ, যারা কম্পিউটার হ্যাকিং এর জগতে নিজেদের ছাপ রেখে গেছেন। তারা বিখ্যাত হোন কিংবা কুখ্যাত, হ্যাকিং করে সারাবিশ্বকে নিজেদের এলেম সম্পর্কে জানাতে  একবারও পিছপা হননি।

আলেক্সান্দ্রা আসানোভনা এলবাকিয়ান

পড়ালেখার কাজে কোনো বই, আর্টিকেল বা গবেষণা পত্রের প্রয়োজন হলে প্রথমেই সেটি ইন্টারনেটে খুঁজে দেখা হয়। কিন্তু অনেকসময়-ই দেখা যায় নথি-পত্র গুলো পেতে গেলে গুণতে হয় মোটা অংকের আমেরিকান ডলার। যা একজন শিক্ষার্থীর পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে যায়।

তখন বাধ্য হয়েই দরকারি বই বা আর্টিকেল পাওয়ার ব্যাপারটাতেই হতাশ হতে হয়। কিন্তু আলেক্সান্দ্রা আসানোভনা এলবাকিয়ান করেছেন ঠিক উলটো কাজটি। 

নিউরোসাইন্সের একটি বই তিনি পেমেন্ট ইস্যুর কারণে কিনতে পারেননি। তাই পুরো এমআইটি প্রেস এর ওয়েব সাইটটি হ্যাক করে ফেলেন তিনি। তখন তার বয়স ছিলো মাত্র ১৬ বছর।

অন্যান্য শিক্ষার্থীরাও যে অনুরূপ সমস্যার সম্মুখীন হতে পারে বা হচ্ছে সেই কথা ভেবে তিনি নির্মাণ করেন সাই-হাব নামক ওয়েবসাইট। যেখানে তিনি আপলোড দিতে শুরু করেন সারা দুনিয়ার পেইড সাইটগুলো থেকে হ্যাক করে আনা প্রবন্ধসমূহ। 

এই প্রবন্ধগুলো যেখানে আপনাদের টাকা দিয়ে কিনতে হতো সেখানে সাই-হাব থেকেপেয়ে যাবেন বিনামূল্যে। সেজন্য ২০১৬ সালে তাকে 'সায়েন্সে'স পাইরেট কুইন' উপাধি দেওয়া হয়।

যদিও পৃথিবীর বিভিন্ন দেশ আলাক্সান্দ্রার বিরুদ্ধে কপিরাইট মামলা করে চলছে তবুও কাজাকিস্তান এর এই তরুণী বিজ্ঞানের দূতি ছড়িয়ে দেওয়ার জন্য  প্রবন্ধ আপলোড দেওয়ার কাজটি আজও বন্ধ করেননি।

এডিয়েনা কুক 

নাম এডিয়েনা কুক, পেশায় তিনি ছিলেন একজন মডেল। হ্যাকিং এর সাথে মডেলিং এর কোনো যোগসূত্র না থাকলেও, হ্যাকার ও মডেল দুটোই ছিলেন তিনি।  তবে পেশাগত জীবনের শুরু থেকেই যে তিনি হ্যাকার ছিলেন সেটি কিন্তু নয়। পরিস্থিতির কারণে তাকে হ্যাকিং জগতে পা রাখতে হয়েছে। 

কুকের জীবনের খলনায়ক ছিলেন তার দীর্ঘদিনের সঙ্গী ও প্রেমিক। যিনি টাকার জন্য একটা অননুমোদিত ওয়েবসাইটে প্রেমিকার নগ্ন ছবি অবৈধভাবে পোস্ট করতেন।

কিন্তু একদিন সেই ওয়েবসাইটটি কুকের নজরে পড়ে যায় এবং ঠিক তখন-ই তিনি সিদ্ধান্ত নেন নিজস্ব উপয়ে সমস্যাটি সমাধান করবেন। যেই ভাবা সেই কাজ, কুক সেই একাউন্ট টি হ্যাক করেন এবং সকল ছবি সেখান থেকে সরিয়ে দেন। 

তবে তিনি এখানেই থেমে থাকেননি। কুকের মতো অন্য যেসব মডেলরা এমন সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাদেরও তিনি একইভাবে ছবি সরাতে সাহায্য করেন। আর এর জন্যই বোধহয় ইন্টারনেট পাড়ায় তাকে 'হ্যাকার ফেইরি’ বলে সম্বোধন করা হয়।

ক্রিস্টিনা সাভেকিন্সকায়া 

হ্যাকিং জগতের পরিচিত নাম ক্রিস্টিনা সাভেকিন্সকায়া। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। 

সঙ্গীদের সাথে নিয়ে একটি ভাইরাসের মাধ্যমে ৫টি আমেরিকান ব্যাংক একাউন্ট হ্যাক করে ৩মিলিয়ন ইউএস ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ক্রিস্টিনার বিরুদ্ধে। 

এছাড়াও তার বিরুদ্ধে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য চুরি এবং অর্থ চুরির অভিযোগ আনা হয়েছে।

গিগাবাইট  

বেলজিয়ামে জন্মগ্রহণকারী কিম ভানভায়েক, যার ছদ্মনাম গিগাবাইট। সে এমন কিছু ভাইরাস তৈরি করে যার মাধ্যমে হার্ডওয়ার থেকে তথ্য চুরি করা সম্ভব। আবার সেগুলোর মাধ্যমে বিভিন্ন বৈধ সিস্টেম ধ্বংস করে দিতে সক্ষম হয় গিগাবাইট।

তবে বেশিদিন তার এই অবৈধ  কাজ চলমান থাকতে পারেনি। অনেক চেষ্টার পর পুলিশ গিগাবাইটকে আটক করতে সক্ষম হয়। বর্তমানে তিনি তথ্য চুরির অভিযোগে ৩ বছরের সাজা কাটছেন।

বৈধভাবে হোক কিংবা অবৈধভাবে উপরের আলোচিত নারীগণ তাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন কম্পিউটার হ্যাকিং জগতে তারা কতো সহজেই ছাপ ফেলতে সক্ষম। তবে সকলের-ই উচিত তাদের মেধা ও দক্ষতা  সৎপথে কাজে লাগানো।

 

ফারজানা জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 

[email protected]

 

 

Share if you like

Filter By Topic