Loading...

সেরা গোলরক্ষক আর্জেন্টিনার মার্তিনেস

| Updated: December 19, 2022 11:14:28


সেরা গোলরক্ষক আর্জেন্টিনার মার্তিনেস

আরও একবার টাইব্রেকারে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে রাখলেন দারুণ অবদান। ফাইনালের পাশাপাশি আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে জিতলেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

লুসাইল স্টেডিয়ামে রোববার আর্জেন্টিনার ও ফ্রান্সের ফাইনাল নির্ধারিত সময় ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতে বিশ্ব জয়ের আনন্দে মাতল লাতিন আমেরিকার দলটি।

পেনাল্টি শুটআউটে কিংসলে কোমানের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। পরের শট অহেলিয়া চুয়ামেনি মারেন বাইরে। বিপরীতে আর্জেন্টিনার হয়ে একে একে জাল খুঁজে নেন মেসি-দিবালা-পারেদেস-মনতিয়েল।

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে সেমি-ফাইনালে তোলেন মার্তিনেস। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে এই বিশ্বকাপ তার পরিবারকে উৎসর্গ করার কথা বললেন তিনি।

“আমি খুবই দরিদ্র জায়গা থেকে এসেছি। যখন আমি তরুণ, ইংল্যান্ডে চলে যাই। আমি এই জয় আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।”

“পুরো পেনাল্টি শুটআউট জুড়ে আমি শান্ত ছিলাম। আরও একবার তারা আমাকে তিনটি গোল দিয়েছে। তবে আমার মনে হয়, এরপর আমি সবকিছু ঠিকঠাক করেছি।”

Share if you like

Filter By Topic