Loading...

শাহরুখ খানের কোন সিনেমার কত আয়

| Updated: January 21, 2023 20:42:48


একের পর এক হিট সিনেমা বলিউডকে দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। একের পর এক হিট সিনেমা বলিউডকে দিয়ে যাচ্ছেন শাহরুখ খান।

পাঠান দিয়ে পাঁচ বছর পর বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে শাহরুখ খানের। মুক্তির আগেই আলোচনায় আসা এই সিনেমা হিট হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ‘বলিউড কিং’ রুপালি জগতে তার ৩১ বছরের চলায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। ৫৭ বছর বয়সী এই তারকার সেই সব সিনেমার উপর আলোকপাত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

<div class="paragraphs"><p>পাঠান মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। বিশ্লেষকদের ধারণা, এ যাবৎ কালের সমস্ত রেকর্ড ভেঙে মুক্তির প্রথম দিনই ৩৫ কোটি রুপি আয় করবে সিনেমাটি</p></div>

পাঠান মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। বিশ্লেষকদের ধারণা, এ যাবৎ কালের সমস্ত রেকর্ড ভেঙে মুক্তির প্রথম দিনই ৩৫ কোটি রুপি আয় করবে সিনেমাটি।

<div class="paragraphs"><p>২০১৩ সালে মুক্তি পেয়েছিল রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’। পাঠানের মতো এই সিনেমায়ও শাহরুখ খানের সঙ্গে ছিলেন দীপিকা পাডুকোন। সিনেমাটি এই নায়কের বক্স অফিসের আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। ভারতীয় বক্স অফিসে মোট ৩১৫ কোটি রুপি ব্যবসা করে সিনেমাটি</p></div>

২০১৩ সালে মুক্তি পেয়েছিল রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’। পাঠানের মতো এই সিনেমায়ও শাহরুখ খানের সঙ্গে ছিলেন দীপিকা পাডুকোন। সিনেমাটি এই নায়কের বক্স অফিসের আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। ভারতীয় বক্স অফিসে মোট ৩১৫ কোটি রুপি ব্যবসা করে সিনেমাটি।

<div class="paragraphs"><p>ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সেখানেও জুটি শাহরুখ-দীপিকা। সিনেমাটির সর্বমোট আয় ১৭৮ কোটি রুপি, যা শাহরুখ খান অভিনীত সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ আয়</p></div>

ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সেখানেও জুটি শাহরুখ-দীপিকা। সিনেমাটির সর্বমোট আয় ১৭৮ কোটি রুপি, যা শাহরুখ খান অভিনীত সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ আয়।

<div class="paragraphs"><p>রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’তে পুনর্মিলিত হয়েছিলেন শাহরুখ-কাজল। এই সিনেমায় বরুণ ধাওয়ান-কৃতি স্যাননও অভিনয় করেছেন। অ্যাকশন, রোমান্টিক ও কমেডিধর্মী এই সিনেমার সর্বমোট আয় প্রায় ১৩৯.৯৭ কোটি রুপি</p></div>

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’তে পুনর্মিলিত হয়েছিলেন শাহরুখ-কাজল। এই সিনেমায় বরুণ ধাওয়ান-কৃতি স্যাননও অভিনয় করেছেন। অ্যাকশন, রোমান্টিক ও কমেডিধর্মী এই সিনেমার সর্বমোট আয় প্রায় ১৩৯.৯৭ কোটি রুপি।

<div class="paragraphs"><p>২০১৩ সালে থ্রিলার ফিল্ম ‘রইস’-এ শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের মাহিরা খান। ভারতের বক্স অফিসের পাশাপাশি সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও দুর্দান্ত ব্যবসা করে আনুমানিক ১২৮.৭৭ কোটি রুপি আয় করেছে</p></div>

২০১৩ সালে থ্রিলার ফিল্ম ‘রইস’-এ শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের মাহিরা খান। ভারতের বক্স অফিসের পাশাপাশি সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও দুর্দান্ত ব্যবসা করে আনুমানিক ১২৮.৭৭ কোটি রুপি আয় করেছে।

<div class="paragraphs"><p>প্রথম সুপার হিরো হিসেবে আবির্ভূত হন শাহরুখ খান, সঙ্গে কারিনা কাপুর। খলনায়কের ভূমিকায় ছিলেন অর্জুন রামপাল। অনুভব সিনহা পরিচালিত সিনেমাটি বক্স অফিসে মোট আয় করেছে ১১৩.৯০ কোটির রুপি</p></div>

প্রথম সুপার হিরো হিসেবে আবির্ভূত হন শাহরুখ খান, সঙ্গে কারিনা কাপুর। খলনায়কের ভূমিকায় ছিলেন অর্জুন রামপাল। অনুভব সিনহা পরিচালিত সিনেমাটি বক্স অফিসে মোট আয় করেছে ১১৩.৯০ কোটির রুপি।

<div class="paragraphs"><p>ফারহান আখতার পরিচালিত সিনেমাটিতে মূখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে ১০৬.৪৪ কোটি রুপি আয় করে</p></div>

ফারহান আখতার পরিচালিত সিনেমাটিতে মূখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে ১০৬.৪৪ কোটি রুপি আয় করে।

<div class="paragraphs"><p>ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’-এ প্রথমবারের মতো জুটিবদ্ধ হোন শাহরুখ-দীপিকা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির হাত ধরেই বলিউডে অভিষিক্ত হন দীপিকা। বক্স অফিসে সিনেমাটি আয় করেছিল ৭৮. ১৬ কোটি রুপি</p></div>

ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’-এ প্রথমবারের মতো জুটিবদ্ধ হোন শাহরুখ-দীপিকা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির হাত ধরেই বলিউডে অভিষিক্ত হন দীপিকা। বক্স অফিসে সিনেমাটি আয় করেছিল ৭৮. ১৬ কোটি রুপি।

<div class="paragraphs"><p>২০১০ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘মাই নেম ইজ খান’। শাহরুখ-কাজল অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসে আয় করেছিল ৭২.৮২ কোটি রুপি</p></div>

২০১০ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘মাই নেম ইজ খান’। শাহরুখ-কাজল অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসে আয় করেছিল ৭২.৮২ কোটি রুপি।

<div class="paragraphs"><p>১৯৯৫ সাথে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজলের প্রথম সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এখনও আবেদন ধরে রাখা সিনেমাটি সর্বমোট আয় করেছিল ৫৩.৩১ কোটি রুপি</p></div>

১৯৯৫ সাথে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজলের প্রথম সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এখনও আবেদন ধরে রাখা সিনেমাটি সর্বমোট আয় করেছিল ৫৩.৩১ কোটি রুপি।

Share if you like

Filter By Topic