Loading...

রাজিল-আর্জেন্টিনার ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: হবিগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, রাজশাহীতে হামলা-ভাঙচুর

| Updated: December 11, 2022 11:11:41


রাজিল-আর্জেন্টিনার ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: হবিগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, রাজশাহীতে হামলা-ভাঙচুর

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রাজশাহীতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মারামারির পর বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন দুজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামে শনিবার বেলা ১১টার দিকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান।

নিহত আব্দুস শহীদ (৫০) ওই গ্রামের দেওয়ান আলীর ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ব্রাজিলের খেলা চলাকালীন আব্দুস শহীদের ছেলে আর্জেন্টিনা সমর্থক রুখন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি মিমাংসাও করে দেন।

সকালে আব্দুস শহীদকে একা পেয়ে প্রতিপক্ষের লোকেরা বেধরক মারধর করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জড়িদতদের আটকের জন্য অভিযান চলছে।

রাজশাহীতে শুক্রবার রাত ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে রাজপাড়া থানার নতুন বিলশিমলার বন্ধ গেট এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।

শনিবার রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। 

বাড়িতে হামলার সময় আহত রিফাত ও রায়হানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি সিদ্দিকুর রহমান বলেন, “শুক্রবার রাতে ব্রাজিল হারার পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করেন। এ সময় ব্রাজিল সমর্থক আবদুল কুদ্দুসের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আর্জেন্টিনা সমর্থকরা আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা চালায়।“

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

Share if you like

Filter By Topic