Loading...

রংপুর সিটি নির্বাচনে ভোট নিয়ে মানুষের আগ্রহ দেখে আশাবাদী সিইসি

| Updated: December 28, 2022 16:57:24


রংপুর সিটি নির্বাচনে ভোট নিয়ে মানুষের আগ্রহ দেখে আশাবাদী সিইসি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের আগ্রহ দেখে আশাবাদী হয়ে উঠেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, “ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে, আগ্রহ রয়েছে; তারা ভোট দিতে চাইছে। তা না হলে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে!”

বিগত কয়েকটি নির্বাচনে ভোটার খরার মধ্যে মঙ্গলবার রংপুরে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান সিইসি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “যেটা লক্ষ্যণীয়, আমরা লাইনের মধ্যে কোনোরকম হ্যাসল দেখিনি। সবাই সংযত ও সংযমের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছেন, এটা ইতিবাচক দিক; মানুষ যে আগ্রহ করে ভোট দিতে চান- তার ইঙ্গিত বহন করে।

ভোট নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ ও স্বতস্ফূর্ত উপস্থিতির এই ধারাবাহিকতা জাতীয় সংসদ নির্বাচনেও ধরে রাখতে চান তিনি।

মানুষের যাতে আস্থা চলে আসে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারবে- এ ধারাটা অব্যাহত রাখতে পারলে আগামী সাধারণ নির্বাচনেও মানুষ ভোট কেন্দ্রে আগ্রহ নিয়ে উপস্থিত হবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। সে ব্যাপারে আমরা একটু আস্থাশীল হই।

সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রংপুর নির্বাচনের ২২৯টি কেন্দ্রর ১৩৪৯টি ভোটকক্ষে ইভিএমে একটানা ভোট চলে। ১৮০৭টি সিসি ক্যামেরায় কমিশন ঢাকায় বসে এ নির্বাচন দেখেছে।

রংপুরে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের এ সিটি নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করেন কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, “যেটা কাস্ট হয়েছে- ৪টা পর্যন্ত কোথাও ৬৭ শতাংশও পাচ্ছি, আবার কোথাও ৩৯ শতাংশও পাচ্ছি। এভারেজ অনুমান করছি এটা ৫০-৫৫ শতাংশ এবং পরিশেষ ৬০ শতাংশ এর উপরে বা কমও হতে পারে। এটা অনুমান করে বলছি। চূড়ান্ত গণনার পর দেখা যাবে- কত হল।

ইভিএমে ভোট নিয়ে ধীরগতির বিষয়টি স্বীকার করে বিকাল ৫টায় সিইসি বলেছেন, “রংপুরে অস্বাভাবিক বিলম্ব হয়েছে কি না- তা মূল্যায়ন করে দেখা হবে। তবে উপস্থিতি বেড়ে যাওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। অনেক কেন্দ্রের চৌহদ্দীতে থাকা ভোটারদের ভোট শেষ করতে কয়েকটা ঘণ্টা লেগে যেতে পারে।

সিসি ক্যামেরায় নিজেদের পর্যবেক্ষণের কথা তুলে ধরে হাবিবুল আউয়াল বলেন, “প্রায় অনেক কেন্দ্রে প্রচুর সংখ্যক ভোটার এখনও দাঁড়িয়ে আছে। একটা কেন্দ্রে দেখা যাচ্ছে যেখানে প্রবেশ পথ একটা, বুথ পাঁচটা। সেখানে ভিড় লেগেই আছে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি-স্লোলি ঢুকছে, স্লোলি বের হচ্ছে।

Share if you like

Filter By Topic