Loading...

রংপুরে তিন বাহনের সংঘর্ষে ৫ জন নিহত

| Updated: December 20, 2022 18:09:00


রংপুরে তিন বাহনের সংঘর্ষে ৫ জন নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তিন বাহনের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নেংটি ছেঁড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তারাগঞ্জ স্টেশনের কর্মকর্তা আনিস মিয়া জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি আরও বলেন, যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত দুজন চিকিৎসাধীন আছেন।

Share if you like

Filter By Topic