মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু


এফই অনলাইন ডেস্ক | Published: November 10, 2022 15:14:33 | Updated: November 10, 2022 16:49:15


মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালের একটি গ্যারেজে বড় ধরনের অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যুর খবর এসেছে দেশটির গণমাধ্যমে।

দেশটির ইংরেজি সংবাদমাধ্যম আভাস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে মালে শহরের মাফান্নু ও ইস্কান্দার মাগুর কাছে একটি বাসার নিচে ওই গ্যারেজে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে ভোর হয়ে যায়।

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের কমান্ডার ইব্রাহিম রাশেদের বরাতে ‘আভাস’লিখেছে, এ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের আটজন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক। বাকি দুজনের জাতীয়তা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বলা হচ্ছে, হতাহতের সংখ্যার দিক দিয়ে মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি।

স্থানীয়রা জানিয়েছেন, তিন তলা ওই বাড়িতে দশটি ঘরে মূলত বিদেশিরা বসবাস করতেন, তারা ছিলেন শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের প্রবাসী শ্রমিক। গ্যারেজে আগুন লাগার পর কয়েকজন তাদের ঘরে বা টয়লেটে আটকা পড়েছিলেন।

মিহারু অনলাইন জানিয়েছে, ওই ভবনের বাসিন্দাদের রান্নার জন্য আলাদা আলাদা গ্যাসের সিলিন্ডার রাখা হয়েছিল গ্যারেজে। সবগুলো সিলিন্ডার একসঙ্গে বিস্ফোরিত হয়।

ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ওই ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আহতদের মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে।

Share if you like