Loading...

মার্কিন কংগ্রেসের সকল ডিভাইসে নিষিদ্ধ টিকটক

| Updated: December 30, 2022 16:58:16


মার্কিন কংগ্রেসের সকল ডিভাইসে নিষিদ্ধ টিকটক

মার্কিন কংগ্রেস কর্মীদের ফোন থেকে টিকটক অ্যাপ সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এটি ডাউনলোড করতে নিষেধ করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার মার্কিন হাউজের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ক্যাথরিন এল স্পিন্ডর এক ইমেইল বার্তায় বলেন, দপ্তরের সাইবার নিরাপত্তা বিভাগ খুঁজে পেয়েছে, টিকটকে বেশ কিছু নিরাপত্তা ত্রুটি থাকায় ব্যবহারকারীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ  একটি সামাজিক প্ল্যাটফর্ম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“হাউজের কোনো মোবাইল ডিভাইসে কর্মীদের টিকটক অ্যাপ ডাউনলোডের অনুমোদন নেই।” – উল্লেখ রয়েছে মেমোতে।

“আপনার হাউজ মোবাইল ডিভাইসে টিকটক অ্যাপ থাকলে, এটি সরাতে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।”

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর একটি হিসেবে বিবেচিত টিকটকের মালিক কোম্পানি হলো বেইজিং ভিত্তিক বাইটড্যান্স। দৈনিক লাখ লাখ মার্কিন নাগরিক এটি ব্যবহার করেন।

এমনকি অনুসরণকারীদের সঙ্গে যোগাযোগের উপায় হিসেবে মার্কিন কংগ্রেসের বেশ কিছু সদস্যও ভিডিও শেয়ারিং অ্যাপটি ব্যবহার করেন। তবে, নিরাপত্তা শঙ্কা বেড়ে যাওয়ার কারণে দেশটির সরকারী কর্মকর্তারা এর ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে বাধ্য হয়েছেন বলে উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া এক লাখ ৭০ হাজার ডলারের সামগ্রিক খরচের হিসাবেও কিছু সংখ্যক সরকারী ডিভাইসে টিকটক অ্যাপ নিষিদ্ধ করার বিষয়টি উঠে এসেছে।

কেবল এই ভিডিও শেয়ারিং অ্যাপ নয়, বরং মার্কিন কংগ্রেসের নির্বাহী শাখার সকল ডিভাইসেই বাইটড্যান্স-এর তৈরি যে কোনো অ্যাপ নিষিদ্ধ হয়েছে। তবে, কংগ্রেস সদস্য ও তাদের কর্মীদের বেলায় এটি প্রযোজ্য নয়।

হাউজের নির্দেশ সিনেটের জন্য প্রযোজ্য না হলেও, রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও’সহ কিছু সংখ্যক সদস্য পুরো যুক্তরাষ্ট্রেই অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই এফবিআই’র পরিচালক ক্রিস্টোফার রে কংগ্রেস সদস্যদের সতর্ক করেন, গুপ্তচরবৃত্তি বা ‘প্রভাব খাটানোর’ উদ্দেশ্যে ব্যবহারকারীদের ডিভাইসে নিয়ন্ত্রণ পেতে টিকটক অ্যাপ ব্যবহার করতে পারে চীন সরকার।

টিকটক বলেছে, তারা মার্কিন ব্যবহারকারীর ডেটা চীনে সংরক্ষণ করে না। আর দেশটির সরকারের সঙ্গেও তারা কোনো তথ্য শেয়ার করে না। এ ছাড়া, নিরাপত্তা শঙ্কার বিষয় নিয়ে মার্কিন বিচার বিভাগের সঙ্গে একটি চুক্তি করার কথাও বলছে সামাজিক প্ল্যাটফর্মটি।

“আমরা ফেডারেল সরকারের সঙ্গে এমন এক সমাধান নিয়ে কাজ করছি, যা টিকটক সম্পর্কিত যে কোনো সমস্যা সন্দেহাতীতভাবেই সমাধান করে দেবে বলে আমরা আশা করছি।”--মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন টিকটকের ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র অংশের জনসংযোগ প্রধান মাইকেল বেকারম্যান।

হাউজের নিষেধাজ্ঞা সম্পর্কে স্কাই নিউজ এক টিকটক মুখপাত্রের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো জবাব মেলেনি।

Share if you like

Filter By Topic