Loading...

ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬

| Updated: December 23, 2022 21:08:35


ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬

ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত হয়েছে। 

শুক্রবার সকালে তিনটি গাড়ির একটি বহর চাতেন থেকে থাঙ্গু যাওয়ার পথে জেমা এলাকায় ট্রাকটি খাদে পড়ে যায় বলে সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। 

“পথে জেমায় মোড় ঘোরার সময় গাড়িটি খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়,” বলেছে ভারতীয় সেনাবাহিনী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

শোকের এই মুহূর্তে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও বিবৃতিতে বলেছে তারা। 

নিহত সেনাদের নাম ও তিন কর্মকর্তার পদবী তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

“উত্তর সিকিমে এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুতে খুবই শোকাহত। জাতি তাদের কাজ ও অঙ্গীকারের জন্য কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করছি,” টুইটে বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

Share if you like

Filter By Topic