Loading...

বিটিভির ৫৮ বছর

| Updated: December 25, 2022 13:21:44


বিটিভির ৫৮ বছর

দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘বাংলাদেশ টেলিভিশন’ (বিটিভি) রোববার পা রাখল উনষাট বছরে। দিনটি স্মরণে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করবে বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেলটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮তম বর্ষপূতি উদযাপনে আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেছে বিটিভি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় এ গণমাধ্যমটির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশ নেবেন বিটিভির শিল্পী ও কলাকুশলীসহ বিশিষ্টজনেরা। এছাড়াও রোববার দিনভর বিটিভির পর্দায় থাকছে নানান পরিবেশনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়ে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে বিটিভি স্বাধীনতা সংগ্রাম, কৃষি, শিল্প, অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, তথ্য, সংবাদচর্চার ক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। রুচিশীল অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি জনসচেতনতামূলক অনুষ্ঠান নির্মাণেও কাণ্ডারির ভূমিকা পালন করে আসছে।

‘৫৯ বছরে বিটিভির সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠিসহ দেশের সকল মানুষের কাছে পৌঁছানো এবং বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার তথ্যগুলোকে সহজেই জাতির সামনে তুলে ধরতে পারা।’

শুরু ফেরদৌসী রহমানের গান দিয়ে

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ফেরদৌসী রহমানের ‘ওই যে আকাশ নীল হলো আজ/সে শুধু তোমার প্রেমে’ গানটি দিয়ে ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের (বর্তমানে রাজউক) নিচতলায় টেলিভিশন চ্যানেলটির যাত্রা শুরু করে।

সে সময় এটি পরিচিত ছিল ‘পাকিস্তান টেলিভিশন নামে’।

একাত্তরের মুক্তি যুদ্ধের পর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ টেলিভিশন”।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে বিটিভিকে রামপুরায় নিজস্ব ভবনে আনা হয়।

বিটিভি রঙিন সম্প্রচারে আসে ১৯৮০ সাল থেকে।

চ্যানেলটির সম্প্রচার এখন এইচডি (হাই ডিফিনেশন) এবং টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

Share if you like

Filter By Topic