Loading...

বিজয় দিবসে ঢাকায় আসছে ‘অ্যাভাটার’ দ্য ওয়ে অব ওয়াটার‘

| Updated: December 16, 2022 16:17:50


বিজয় দিবসে ঢাকায় আসছে  ‘অ্যাভাটার’ দ্য ওয়ে অব ওয়াটার‘

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও শুক্রবার মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিনেমার সিক্যুয়েল ‘অ্যাভাটার’ দ্য ওয়ে অব ওয়াটার।‘

বিজয় দিবসে ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে বলেন, “এরইমধ্যে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখা এবং অনলাইনে টিকেট পাওয়া যাচ্ছে।“

২০০৯ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার বক্স অফিসের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা। ওই বছর অস্কারের নয় বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কারও জিতে নেয় ‘অ্যাভাটার’।

‘অ্যাভাটার’ মুক্তির পরই এর সিক্যুয়েল আনার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা জেমস ক্যামেরন। তার প্রথম পরিকল্পনা ছিল চারটি সিক্যুয়েল করবেন।

এর মধ্যে সিনেমার দৃশ্য ধারণ নিয়ে জটিলতা হয়েছে সাত বার। মুক্তির তারিখও পিছিয়েছে কয়েক দফা। অবশেষে দর্শকদের ১৩ বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে ১৬ ডিসেম্বর।

এখন বলা হচ্ছে, এই সিনেমা নিয়ে মোট পাঁচটি পর্ব করার পরিকল্পনা রয়েছে ক্যামেরনের। পরের পর্বগুলো আসবে ২০২৪, ২০২৬ এবং ২০২৮ সালে।

ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, তামিল, তেলেগুসহ বেশ কিছু ভাষায় ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমার গল্প লিখেছেন জেমস ক্যামেরন, সেইসাথে তিনি পরিচালক ও প্রযোজকও। সহ-প্রযোজক জন ল্যান্ডু।

এবারের পর্বে গুরুত্ব পেয়েছে সুলি পরিবারের গল্প। এবারও জেক সুলি ও না’ভি নেইতিরির ভূমিকায় থাকছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা।

স্টিফেন ল্যাং ‘খল’ চরিত্রে কর্নেল কোয়ারিচ হয়ে প্রত্যাবর্তন করছেন। যিনি আবারও একটি না’ভিকে পুনরুজ্জীবিত করছেন এবং নেইতিরি সঙ্গী জেক সুলির সঙ্গে বিরোধে জড়িয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic