Loading...

বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি

| Updated: February 03, 2023 16:44:09


বেলজিয়ামের রানি মাটিল্ডা। ফাইল ছবি বেলজিয়ামের রানি মাটিল্ডা। ফাইল ছবি

বেলজিয়ামের রানি মাটিল্ডা তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন আগামী সোমবার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’হিসেবে এ সফরে আসছেন রানি।

জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাটিল্ডা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রানির সফরের বিভিন্ন দিক তুলে ধরে মুখপাত্র বলেন, বাংলাদেশ সফরের সময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল এবং বন্যার সাথে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করতে পারেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৬ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে রানি মাটিল্ডার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে রানির।

এদিকে নতুন উদ্যোগ হিসেবে মুখপাত্রের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং চালু করল পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি বৃহস্পতিবার এ ব্রিফিং হবে, যাতে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।

Share if you like

Filter By Topic