Loading...

ফিনিক্সের ডায়েরি: অর্থহীন ফিরে আসে বারবার

| Updated: January 27, 2023 18:21:14


ফিনিক্সের ডায়েরি: অর্থহীন ফিরে আসে বারবার

মিশরীয় পুরাণ মতে, দেবতা ওসাইরিসের হৃদয় থেকে জন্ম নেয় ফিনিক্স পাখি। হাজার বছর বেঁচে থেকে একদিন আগুনে পুড়ে ছাই হয়ে মরে যায় ফিনিক্স। তারপর সেই ছাই থেকেই আবার পুনর্জন্ম হয় তার। প্রাচীনকাল থেকে নতুন করে ফিরে আসার প্রতীক হিসেবে বলা হয়েছে ফিনিক্স পাখির কথা।

আর সেই ফিনিক্স পাখির মতোই বারবার ফিরে আসেন বেজবাবা সুমন আর তার ব্যান্ড অর্থহীন। “আমি জানিনা আমি এখনো কিভাবে বেঁচে আছি, কিন্তু এখনো আমি বেঁচে আছি- নিজের জীবন নিয়ে এমনটিই বলেছিলেন একবার অর্থহীন ব্যান্ডের সুমন। ২০১১ সালে সুমন পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হন। ২০১৩ সালে ক্যান্সারমুক্ত হয়েছিলেন একবার। কিন্তু পরে আবার ক্যান্সারে আক্রান্ত হন তিনি। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত কয়েকবার ক্যান্সারের সাথে লড়াই করেছেন সুমন। কিডনি, পাকস্থলী, মাথা, ত্বক- সব জায়গার ক্যান্সারই ভুগিয়েছে তাকে। ক্যান্সারের কারণে কেটে ফেলে দিতে হয়েছে পুরো পাকস্থলী। মেরুদন্ডে রয়েছে ১১টি স্ক্রু। বেজবাবার পুরো শরীরে মোট চার হাজারের ও বেশি সেলাই রয়েছে বলে জানান তিনি।

এত অসুস্থতার পরেও বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। অর্থহীনের প্রতি ভালোবাসা, ফ্যানদেরকে নতুন গান দেয়ার ইচ্ছা- সব মিলিয়ে মঞ্চে আবারো প্রত্যাবর্তন করলেন সুমন ও তার ব্যান্ড অর্থহীন। ফিনিক্সের ডায়েরি নিয়ে ফিরে এলেন পৌরাণিক ফিনিক্স পাখির মতোই। অদ্ভুত সেই ছেলেগুলোর আইডল আবার ফিরে এলেন নতুন সব স্বপ্ন নিয়ে জ্যোৎস্নাভরা রাতে।

ফ্যানদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অর্থহীন নতুন অ্যালবাম প্রকাশ করলো ৬ বছর পর। অ্যালবামের নাম ফিনিক্সের ডায়েরি-১। ২০২১ সালে অর্থহীন আবার মঞ্চে ফিরে আসে। তখনই তারা জানান যে নতুন অ্যালবাম নিয়ে ফিরে আসবে তারা। আর ২০২২ সালে এসে অ্যালবাম প্রকাশের তারিখ ঠিক করা হয়েছিল ২৯ ডিসেম্বর।

গত ২৮ ডিসেম্বর ঢাকা রক ফেস্ট ৩.০ কনসার্টে অংশ নিয়েছিল অর্থহীন। কনসার্টে বেজবাবা সুমন জানান তারা দুই ভাগে পারফর্ম করবেন। প্রথম অংশে নিজেদের আগের কিছু গান শোনান তারা। দ্বিতীয়ভাগে ফিনিক্সের ডায়েরি ১ এর ট্রেলার প্রকাশ ও দুইটি গান শোনানো হয়। এতে নতুন অ্যালবাম নিয়ে দর্শকদের উচ্ছ্বাস বেড়ে যায়। মঞ্চেই অ্যালবাম রিলিজ করার অনুরোধ জানায় তারা। দর্শকদের অনুরোধ রেখে একদিন আগেই ২৮ ডিসেম্বর রাতে ঢাকা রক ফেস্টের মঞ্চে নতুন অ্যালবাম রিলিজ করে দেয় অর্থহীন।

নতুন অ্যালবামে মোট আটটি গান রয়েছে। গানগুলোর নাম হলো আমার এ গান, অদ্ভুত, স্বপ্নগুলো, আজীবন, যখন তুমি নাই, বিদ্রোহী, নিথর ও ফিনিক্স ১। অ্যালবামের শুধু একটি গান বাদে বাকি সবগুলোই লিখেছেন ও সুর করেছেন সুমন নিজেই। আমার এ গান লিখেছেন মো. ইমতিয়াজুল আনোয়ার।

‘আমার এ গান’- গানের মিউজিক ভিডিওর দৃশ্য,   ছবি: ইউটিউব

অর্থহীনের গানের লিরিক সবসময়ই হয় অনন্য। প্রতিটি গানেরই থাকে একটি আলাদা গল্প। ফিনিক্সের ডায়েরি-১ অ্যালবামের গানগুলো সুমন লিখেছিলেন যখন তিনি অনেক অসুস্থ ছিলেন। মৃত্যুর কাছাকাছি যেয়ে ফিরে আসার অভিজ্ঞতা নিয়ে তিনি নিজের ডায়েরিতে কবিতা, গান, গল্প এসব লিখে রাখতেন। ডায়েরির নাম তিনি দিয়েছিলেন ফিনিক্সের ডায়েরি। কারণ তার জীবনটা ফিনিক্স পাখির মতোই।

সুস্থ হওয়ার পর অনেকেই তাকে এই ডায়েরিকে বই আকারে ছাপানোর কথা বললেও তিনি তা করেননি। লেখাগুলোকে গানে রূপ দিয়ে তিনি শুরু করেন নতুন অ্যালবামের কাজ। মোট দুই খন্ডে অ্যালবাম বের করা হবে বলে জানান তিনি। যার প্রথম খন্ড হিসেবে ইতিমধ্যেই রিলিজ হয়েছে ফিনিক্সের ডায়েরি-১। আগামী বছরের মধ্যে ফিনিক্সের ডায়েরি-২ আসবে বলেও জানান তিনি।

অর্থহীনের নতুন অ্যালবাম শ্রোতাদের সকল প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। প্রতিটি গানই পাচ্ছে দারুণ জনপ্রিয়তা। অর্থহীনের গিটারিস্ট মাহান ফাহিম আগে শুধু অ্যাকুয়েস্টিক গিটার বাজালেও এই অ্যালবামে অ্যাকুস্টিক গিটারের কোনো বিশেষ কাজ নেই। যার সুবাদে মাহান ফাহিমকে শ্রোতারা দেখতে পাচ্ছেন নতুন রূপে।

ফিনিক্সের ডায়েরি-১ হলো ব্যান্ডটির অষ্টম অ্যালবাম। ১৯৯৮ সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ও হেভি মেটাল ব্যান্ড অর্থহীন। তবে তারা সফট, প্রগ্রেসিভ রক, নু-রক জনরাতেও গান করে থাকে। প্রায় সব বয়সী মানুষদের জন্যই গান তৈরি করে অর্থহীন। ব্যান্ডের বর্তমান সদস্য চার জন। মূল গায়ক ও বেজিস্ট হিসেবে আছেন সুমন। ড্রামসে মার্ক ডন ও গিটারে আছেন শিশির আহমেদ ও মাহান ফাহিম।

ফাইয়াজ আহনাফ সামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

[email protected]

Share if you like

Filter By Topic