Loading...

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক বিপ্লব জামানের লাশ উদ্ধার

| Updated: January 22, 2023 18:08:54


বিপ্লব জামান বিপ্লব জামান

ঢাকার পল্লবীর একটি বাসা থেকে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সংবাদ পরামর্শক (নিউজ কনসালটেন্ট) বিপ্লব জামানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিপ্লব জামান পল্লবীতে সাংবাদিক কলোনীর ৭ নম্বর সড়কের এ বাসায় একাই ভাড়া থাকতেন। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দিলে শনিবার বিকেলে পুলিশ বাসাটিতে গিয়ে এ সাংবাদিকের লাশ দেখতে পায়।

আলামত সংগ্রহের জন্য পুলিশের ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার এক কর্মকর্তা।

Share if you like

Filter By Topic