Loading...

প্রথম দিন মেট্রোতে চড়লেন ৩৮৫৭ জন

| Updated: December 30, 2022 17:09:05


প্রথম দিন মেট্রোতে চড়লেন ৩৮৫৭ জন

সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত হওয়ার প্রথম দিন এই বৈদ্যুতিক রেলযাত্রার অভিজ্ঞতা নিয়েছেন প্রায় চার হাজার যাত্রী।

স্টেশন থেকে এখন স্থায়ী টিকেটও কেনা যাচ্ছে বলে জানিয়েছেন প্রকল্পটির রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। যাত্রীরা স্টেশন থেকে তাৎক্ষণিকভাবে টিকেট কেটে ট্রেনে উঠতে পেরেছেন।”

এম এ এন ছিদ্দিক জানান, আপাতত বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ মেয়াদের টিকেট বা এমআরটি পাস কেনার সুযোগ থাকবে। প্রয়োজন অনুসারে পরে সময় পরিবর্তন করা হবে।

এমআরটি পাস কিনতে বৃহস্পতিবার বিকালে অনেককে অপেক্ষা করতে দেখা যায় আগারগাঁও স্টেশনে।

উচ্ছ্বাস আর প্রত্যয়ী ঘোষণার মধ্য দিয়ে নগর যোগাযোগের মেট্রোরেল পর্বে যাত্রা করেছে বাংলাদেশ; যানজটের নগরীতে ঠিক সময়ে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা দেখাচ্ছে আধুনিক এই গণপরিবহন।

বুধবার বর্ণিল আয়োজনে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; পরে পতাকা নাড়িয়ে ট্রেন চালু করে দিয়ে টিকেট কেটে যাত্রী হয়ে তিনি গন্তব্যেও গিয়েছেন।

এরপর বৃহস্পতিবার প্রথম দিন হাজার চারেক মানুষ এই উড়াল ট্রেনে যাত্রার অভিজ্ঞতা নিলেন।

Share if you like

Filter By Topic