Loading...

প্রথম দিনের সমস্যাগুলো বাঁকা চোখে দেখবেন না: কাদের

| Updated: December 30, 2022 15:51:09


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

সাধারণ নাগরিকদের নিয়ে মেট্রোরেল চলাচলের প্রথম দিন ছোটোখাটো যেসব সমস্যা হয়েছে, সেগুলো ‘বাঁকা চোখে’না দেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিমলে কালে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময় গেলে মানুষ অভ্যস্থ হবে, ধীরে ধীর সবই ঠিক হবে।

বুধবার বর্ণিল আয়োজনে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; পতাকা দুলিয়ে ট্রেন চালু করে দিয়ে টিকেট কেটে যাত্রীও হয়েছিলেন তিনি। সেই যাত্রায় তার সঙ্গী ছিলেন আমন্ত্রিত দুই শতাধিক অতিথি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এরপর বৃহস্পতিবার সকাল ৮টায় মেট্রোরেলের স্টেশন খোলার কথা জেনে শত শত মানুষ ভোর থেকে দুই প্রান্তে ভিড় করতে শুরু করে। তবে আগারগাঁও স্টোশনের গেইট খোলে সাড়ে ৮টার দিকে, ততক্ষণে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে গেছে বাইরে। 

যাত্রী পরিবহনের প্রথম দিনই কাজ করেনি স্টেশনের অটোমেটেড টিকেট মেশিনগুলো। ফলে কাউন্টারে টিকেট কেনার জন্যও দীর্ঘ লাইন দেখা যায়।

এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে একজন সাংবাদিক বলেন, “মেট্রোরেলের সার্ভার অতিরিক্ত চাপ নিতে পারছে না, এমন কি সিগন্যাল ঠিক দিচ্ছে না, এটা কি মেশিনের সক্ষমতার সমস্যা?”

জবাবে ওবায়দুল কাদের বলেন, “বাঁকা চোখে দেখছেন কেন? একটা জিনিস বাংলাদেশে হয়েছে নতুন, প্রথম অভিজ্ঞতা, মেশিনটা তো চালাতেও এদিক সেদিক হতে পারে। মানুষকে অভ্যস্থ করতে হবে। মানুষ টিকিট তো কিনতে দেরি করছে। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।”

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, “ওখানে অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছেন। কলকাতার মেট্রোরেল তো এটা না, এটা অনেক আগানো।”

সাংবাদিকদের সঙ্গে মন্ত্রীর আলাপে বিএনপির শুক্রবারের গণ মিছিলের কর্মসূচির প্রসঙ্গও আসে। এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কী হবে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, "আমরা ওই দশ তারিখের মত সারা দেশে সতর্ক পাহারায় থাকব। ঢাকা শহরসহ, একই অবস্থানে। দশ তারিখে (১০ ডিসেম্বর) আমরা যেমন ছিলাম, একইভাবে করব।

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে যাচ্ছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, "আমরা জানি না তারা কোথায় দিচ্ছে। পাল্টাপাল্টি কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা সতর্ক পাহারায় থাকব।

"এখন তারা গণ মিছিলের নামে এখানে সহিংসতা করবে, আগুন নিয়ে আসবে, ভাঙচুর করবে, অগ্নি সংযোগ করবে। আমরা কি করব? দাঁড়িয়ে দাড়িয়ে চুপ করে থাকব? দাঁড়িয়ে দাঁড়িয়ে পপ খাব?"

Share if you like

Filter By Topic