Loading...

পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু


পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

বগুড়ায় বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা টানাতে গিয়ে এক ব্যক্তি পা পিছলে বৈদ্যুতিক তারের উপর পড়েন। এ সময় তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলের মৃত্যু হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে সারিয়াকান্দি থানার এসআই খোকন চন্দ্র দাস জানান।

নিহত ২৭ বছর বয়সী শাফি রহমান ওই গ্রামের মাহফুজার রহমানের ছেলে।

আর আহত অবস্থায় মাহফুজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এসআই খোকন চন্দ্র বলেন, দীঘলকান্দি জামে মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা টাঙাতে মসজিদের ছাদে উঠেন।

সেখানে লোহার রডের সঙ্গে পতাকা বাঁধতে গিয়ে হঠাৎ করে পা ফসকে পাশে থাকা বৈদ্যুতিক তারের উপর পড়ে বিদ্যুতায়িত হন মাহফুজার।

এ সময় শাফি বাবাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান বলে জানান খোকন।

তিনি বলেন, শাফির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত মাহফুজারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Share if you like

Filter By Topic