Loading...

দিনাজপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

| Updated: December 11, 2022 19:43:16


দিনাজপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীসহ তিনজনের প্রাণ গেছে।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম জানান, রোববার ভোর ৪টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের ভিমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাসিন্দা পিকআপ ভ্যানের চালক অলিউল্লাহ (২৩) ও তার সহযোগী নিশান (২৫) এবং যাত্রী দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাজাররাম গ্রামের মোতাসিম বিল্লাহ (২৫)।

ওসি আশরাফুল বলেন, রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে দিনাজপুরমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিন জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে লাশ ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নেয়।

বাসটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Share if you like

Filter By Topic